এই শীতে ঠোঁট ফাঁটায় জেরবার ঘরোয়া উপায়েই ঠোঁট হবে পেলব... বাজিমাত করবে আপনার হাসি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রথমে চিনি নিতে হবে। মিক্সারে সেটি পিষে নিন। এর পর এক চামচ মধু যোগ করুন। পাঁচ থেকে দশ মিনিট এই মিশ্রণ দিয়ে ঠোঁট ঘষুন। এরপর ঠোঁটে মধু লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এর মধ্যে এক দিন এটি করলেই এক সপ্তাহের মধ্যেই আপনার ঠোঁট সুন্দর দেখাতে শুরু করবে।
advertisement
1/5

শীতে মুখের উজ্জ্বলতা ধরে রাখার সঙ্গেই ঠোঁটকে উজ্জ্বল করাও খুব জরুরি। ঠান্ডায় ঠোঁট কালো হয়ে যায় বা ফেটে যাওয়ার সমস্যায় ভুগে থাকলে কয়েকটি ছোট্ট টিপসেই হবে মুশকিল আসান।
advertisement
2/5
ঠান্ডার দিনে শুধু মুখের নয়, ঠোঁটেরও সমস্যা বাড়ে। তাই মুখের পাশাপাশি ঠোঁটেরও যত্ন নিতে হবে। এই সময় ঠোঁট ফাটা শুরু হয়, প্রাণহীন ও শুষ্ক হয়ে যায়, এগুলো থেকে বাঁচতে আপনি ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারেন অনেক সময় ফাটা ঠোঁটেও রক্ত পড়া শুরু হয়, যা বড় সমস্যা হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বিউটি এক্সপার্ট রিজওয়ানা পারভীন।
advertisement
3/5
প্রথমে চিনি নিতে হবে। মিক্সারে সেটি পিষে নিন। এর পর এক চামচ মধু যোগ করুন। পাঁচ থেকে দশ মিনিট এই মিশ্রণ দিয়ে ঠোঁট ঘষুন। এরপর ঠোঁটে মধু লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এর মধ্যে এক দিন এটি করলেই এক সপ্তাহের মধ্যেই আপনার ঠোঁট সুন্দর দেখাতে শুরু করবে।
advertisement
4/5
বাড়িতে বিট থাকলে বাজার থেকে কিনে নিন। এর পরে সেটির পেস্ট তৈরি করুন, যা ঠোঁটে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। এতে আপনার ঠোঁট গোলাপি দেখাবে।
advertisement
5/5
আপনার ঠোঁট যদি বোধ হয় তবে ঠান্ডার দিনে এই টিপসগুলি কাজে লাগান। তা হলেই তুলোর মতো নরম ঠোঁট পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই শীতে ঠোঁট ফাঁটায় জেরবার ঘরোয়া উপায়েই ঠোঁট হবে পেলব... বাজিমাত করবে আপনার হাসি