TRENDING:

Rishi Panchami 2023: আজ পবিত্র ঋষি পঞ্চমী, জানুন এই তিথিতে পুণ্য লাভে মহিলারা কী করবেন, কী করবেন না

Last Updated:
Rishi Panchami 2023: গণেশ চতুর্থীর পর দিন আজ আরও এক পুণ্যতিথি
advertisement
1/6
আজ পবিত্র ঋষি পঞ্চমী, জানুন এই তিথিতে পুণ্য লাভে মহিলারা কী করবেন, কী করবেন না
গণেশ চতুর্থীর পর দিন আজ আরও এক পুণ্যতিথি৷ আজ হল ঋষি পঞ্চমী৷ দেশের বিভিন্ন অংশে মহিলারা নিষ্ঠা ভরে এই তিথি তথা ব্রতকথা পালন করেন৷
advertisement
2/6
পণ্ডিত মনোজ উপাধ্যায় জানান এই তিথি উৎসর্গ করা হয় বৈদিক যুগের সপ্ত ঋষিকে৷ তাঁরা হলেন কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, জমদগ্নি এবং বশিষ্ঠ৷
advertisement
3/6
এই পবিত্র তিথিতে ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রত পালনকারী মহিলারা বাড়িঘর ভাল ভাবে পরিষ্কার করে নেন৷ তার পর হলুদ ও কুমকুম দিয়ে বর্গক্ষেত্র এবং বৃত্তের মাঝামাঝি একটি আকার (squircle) অঙ্কন করেন৷ তার ভিতরে সপ্তঋষির মূর্তি বসিয়ে পুজো অর্চনা করা হয়৷
advertisement
4/6
এই পুজোয় ফুল, মালা, যজ্ঞোপবীত, পঞ্চামৃত উৎসর্গ করা হয় সপ্তর্ষিকে৷ এ বছর ঋষি পঞ্চমী শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর দুপুর ১.৪৩ মিনিটে৷ থাকবে দুপুর ২.১৬ মিনিট পর্যন্ত৷
advertisement
5/6
পুজোর শুভ মুহূর্ত হল বুধবার সকাল ১১.০১ থেকে দুপুর ১.২৮ মিনিট পর্যন্ত৷ ভাদ্রমাসের শুক্লাপক্ষের এই তিথিকে ষট পঞ্চমী বা রক্ষা পঞ্চমীও বলা হয়৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rishi Panchami 2023: আজ পবিত্র ঋষি পঞ্চমী, জানুন এই তিথিতে পুণ্য লাভে মহিলারা কী করবেন, কী করবেন না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল