Right Time to Drink Milk: শরীর তরতাজা করতে রোজই খান দুধ? বাচ্চাকেও দেন? জেনে নিন কার কখন দুধ খাওয়া উচিত!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Right Time to Drink Milk: দুধ শারীরিক ও মানসিক সমস্যাও দূরে রাখে। কিন্তু অনেকেই জানেন না দুধ খাওয়ার সঠিক সময় কখন? তবে, চলুন জেনে নিন দুধ খাওয়ার সঠিক সময়।
advertisement
1/6

ছোট থেকে বড় সকলেরই পচ্ছন্দ দুধ। প্রতিদিন দুধ পান করলে পটাশিয়াম, ভিটামিন বি ১২, ক্যালশিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায়।
advertisement
2/6
দুধ শারীরিক ও মানসিক সমস্যাও দূরে রাখে। শুধু শরীরে জন্য নয়, ত্বকের জন্যও সমান উপকারী দুধ। ত্বককে কোমল ও সুন্দর করতে সাহায্য করে এই দুধ।
advertisement
3/6
কিন্তু অনেকেই জানেন না দুধ খাওয়ার সঠিক সময় কখন? তবে, চলুন জেনে নিন দুধ খাওয়ার সঠিক সময়।
advertisement
4/6
আয়ুর্বেদ অনুসারে, প্রাপ্তবয়স্কদের জন্য দুধ খাওয়ার সঠিক সময় হল ঘুমানোর আগে। এবং বাচ্চাদের জন্য, আয়ুর্বেদ সকালের দিকে দুধ খাওয়ার পরামর্শ দেয়।
advertisement
5/6
খালি পেটে দুধ পান না করাই উচিত। যদি বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তবে অবশ্যই মানুন এই টিপসটি।
advertisement
6/6
বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগতমান অনেক বেশি। তাছাড়া, বাসি দুধ শরীরে নানাবিধ সমস্যা তৈরি করেন। তাই সবসময় টাটকা এবং ভাল করে ফুটিয়ে দুধ পান করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Right Time to Drink Milk: শরীর তরতাজা করতে রোজই খান দুধ? বাচ্চাকেও দেন? জেনে নিন কার কখন দুধ খাওয়া উচিত!