TRENDING:

'ভার্জিনিটি' হারানোর পারফেক্ট 'Age' কত জানেন? পুরুষরা ভাল করে বুঝে নিন...! নারীরাও, কী বলছেন বিশেষজ্ঞরা?

Last Updated:
Right Age To Lose Virginity: গবেষণায় যৌনমিলনের সময় সম্মতি ও প্রস্তুতির বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। এটি দেখার চেষ্টা করা হয়েছে যে, কেউ সজ্ঞানে ও স্বেচ্ছায় যৌনমিলনে সম্মত হয়েছেন কিনা, নাকি তাঁরা সামাজিক চাপ, পার্টনারের প্রভাব বা মাদকের প্রভাবে সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
1/15
'ভার্জিনিটি' হারানোর পারফেক্ট 'Age' কত জানেন? পুরুষরা ভাল করে বুঝে নিন...! নারীরাও, দেখুন!
বয়ঃসন্ধি এলেই শরীর জুড়ে হরমোনের খেলা। নারী এবং পুরুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই সময় থেকেই। তবে দেহের কৌমার্য তখনও অটুট। মন অপরিণত। ১৮ বছর না হলে সমাজ ছেলে-মেয়েদের প্রাপ্তবয়স্ক হিসেবে মেনে নেয় না। আইনও সেই কথাই বলে। তবে প্রথম যৌনমিলনের ক্ষেত্রে আদর্শ বয়স কোনটা? অনেকেই জানেন না।
advertisement
2/15
ঠিক কোন বয়সে ভার্জিনিটি বা কৌমার্য হারানো উচিত? পুরুষ এবং নারীরা অধিকাংশ ক্ষেত্রেই এই দ্বন্দ্বে ভোগেন৷ বিশেষত নারীরা, শুধু ভারতে নয়, সারা বিশ্বে! এমনই জানাচ্ছে দ্য লেটেস্ট ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউড৷
advertisement
3/15
বিএমজে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গবেষকরা ২,৮২৫ জন মহিলাকে প্রশ্ন করেন যারা ১৭ থেকে ২৪ বছরের মধ্যে ভার্জিনিটি হারিয়েছেন।
advertisement
4/15
ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, তরুণদের মধ্যে সবচেয়ে বড় অনুশোচনার বিষয়গুলোর একটি হল যথাযথ প্রস্তুতির আগেই প্রথমবার যৌনমিলন সম্পন্ন করা।
advertisement
5/15
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের পরিচালিত ‘ন্যাটস্যাল সার্ভে’ অনুসারে, অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্যে ৪০% নারী ও ২৬% পুরুষ মনে করেন যে তাঁদের প্রথম যৌনমিলন ‘সঠিক সময়ে’ হয়নি। অধিকাংশই মনে করেন, তাঁরা আরও অপেক্ষা করলে ভাল হত।
advertisement
6/15
আইন অনুযায়ী, যুক্তরাজ্যে যৌনমিলনের জন্য ন্যূনতম বয়স ১৬ বছর নির্ধারিত। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, ঐ বয়সসীমা অনেকের জন্য যথেষ্ট নয়। গবেষকরা বলছেন, যৌনমিলনের আইনি বয়স নির্ধারিত থাকলেও, অনেক তরুণ-তরুণী মানসিক ও শারীরিকভাবে তখনও প্রস্তুত নন।
advertisement
7/15
কোন বয়সে তরুণরা প্রথম যৌনমিলনে লিপ্ত হন? সমীক্ষা অনুযায়ী, অধিকাংশ তরুণ-তরুণী ১৮ বছর হওয়ার আগেই প্রথম যৌনমিলন করে ফেলেন। - প্রায় অর্ধেক অংশগ্রহণকারী ১৭ বছর হওয়ার আগেই যৌনমিলন করেন। - এক-তৃতীয়াংশ ১৬ বছর বয়সের আগেই যৌন সম্পর্ক স্থাপন করেছেন।
advertisement
8/15
গবেষণায় যৌনমিলনের সময় সম্মতি ও প্রস্তুতির বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। এটি দেখার চেষ্টা করা হয়েছে যে, কেউ সজ্ঞানে ও স্বেচ্ছায় যৌনমিলনে সম্মত হয়েছেন কিনা, নাকি তাঁরা সামাজিক চাপ, পার্টনারের প্রভাব বা মাদকের প্রভাবে সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
9/15
ফলাফলে দেখা যায়, - নারীদের ৫০% ও পুরুষদের ৪০% এই পরীক্ষায় ‘অপ্রস্তুত’ হিসেবে বিবেচিত হন। - প্রতি পাঁচজন নারীর একজন এবং প্রতি দশজন পুরুষের চারজন মনে করেন, তাঁদের প্রথম যৌনমিলনের সময় পার্টনার পুরোপুরি আগ্রহী ছিলেন না। অর্থাৎ, অনেক ক্ষেত্রে পার্টনার চাপের মুখে যৌনমিলনে রাজি হন।
advertisement
10/15
ন্যাটস্যাল সমীক্ষার অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক কায়ে উইলিংস মনে করেন, যৌনমিলনের জন্য প্রস্তুত হওয়ার বিষয়টি বয়সের সঙ্গে নির্ধারিত হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘‘প্রত্যেক তরুণ ভিন্ন। কেউ ১৫ বছর বয়সেই প্রস্তুত হতে পারে, আবার কেউ ১৮ বছর হওয়ার পরও প্রস্তুত নাও থাকতে পারে।’’
advertisement
11/15
সহ-গবেষক মেলিসা পামার বলেন, ‘‘আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, প্রথম যৌনমিলনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তরুণীদের তুলনায় তরুণরা কম চাপ অনুভব করেন।’’ তিনি মনে করেন, যৌনশিক্ষা পাঠ্যক্রমকে আরও বাস্তবধর্মী করতে হবে যাতে তরুণ-তরুণীরা সচেতনভাবে যৌনমিলনের সিদ্ধান্ত নিতে পারেন।
advertisement
12/15
কখন সঠিক সময়? যদি কেউ যৌনমিলনে লিপ্ত হওয়ার কথা ভাবেন, তাহলে কিছু প্রশ্ন নিজেকে করা জরুরি: - আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? - আমি কি আমার পার্টনারকে ভালবাসি এবং সে কি আমাকে সমানভাবে ভালবাসে? - যৌনরোগ প্রতিরোধের জন্য আমরা কি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি? - আমি কি পার্টনারের চাপে যৌনমিলনে সম্মতি দিচ্ছি? - এই সিদ্ধান্তের জন্য পরে আমার অনুশোচনা হবে কি?
advertisement
13/15
যদি প্রথম কয়েকটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হয় এবং শেষের প্রশ্নগুলোর উত্তর ‘না’ হয়, তাহলে যৌনমিলনের জন্য প্রস্তুত থাকা সম্ভব হতে পারে। তবে, যদি কোনও প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে আরও সময় নেওয়াই ভাল।
advertisement
14/15
বিশেষজ্ঞরা মনে করেন, তরুণদের যৌনমিলন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত। যৌনশিক্ষা শুধু শারীরিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সম্পর্ক, সম্মতি ও নিরাপত্তা নিয়েও আলোচনা করা উচিত।
advertisement
15/15
বিশেষজ্ঞদের মতে, যৌনমিলনের সময় ও প্রস্তুতি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারলে অনুশোচনার হার কমতে পারে এবং মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'ভার্জিনিটি' হারানোর পারফেক্ট 'Age' কত জানেন? পুরুষরা ভাল করে বুঝে নিন...! নারীরাও, কী বলছেন বিশেষজ্ঞরা?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল