ভাতের মাড় ফেলে দেন? উপকার জানলে অবাক হবেন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ভাতের মার ফেলে দেন? ত্বকের জন্য কতটা উপকারী এই তরলটি জানেন?
advertisement
1/6

দু'বেলাই ভাত খান বহু বাঙালি। টগবগে ফুটন্ত ভাত গ্যাস থেকে নামিয়েই মার ফেলে দেওয়াই দস্তুর। এই ফেলে দেওয়া মারের গুণাগুণ জানলে অবশ্য চমকে উঠতে হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি সেই তথ্যই তুলে ধরেছে।
advertisement
2/6
দু'বেলাই ভাত খান বহু বাঙালি। টগবগে ফুটন্ত ভাত গ্যাস থেকে নামিয়েই মার ফেলে দেওয়াই দস্তুর। এই ফেলে দেওয়া মারের গুণাগুণ জানলে অবশ্য চমকে উঠতে হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি সেই তথ্যই তুলে ধরেছে।
advertisement
3/6
ভাতের মার মশ্চেরাইজারের কাজ করে। ত্বককে হাইড্রেটেড রাখতে মারের জুরি মেলা ভার।
advertisement
4/6
ভাতের মার দিয়ে ত্বক ধুলে ত্বক ঝকঝকে হয়।
advertisement
5/6
ব্রণ বা অ্যাকনেতে ভাতের মার লাগালে কাজ হয়।
advertisement
6/6
ভাতের মার চুলের কন্ডিশনার হিসেবেও ভালো কাজ করে।