TRENDING:

Rice Vs Panta Bhat: ভাতের চেয়েও ভাল 'পান্তাভাত'...? গবেষণায় চমকে দেওয়া ফল! গরমকে তুড়ি মেরে ঠান্ডা করুন পান্তায়

Last Updated:
Bhat Vs Panta Bhat: পান্তা ভাতে কী আছে? এবং পান্তা ভাতের উপাদান শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী সেগুলো খুঁজে বের করতেই করা হয়েছিল গবেষণা। আর তাতেই উঠে এল চমকে দেওয়া তথ্য।
advertisement
1/7
ভাতের চেয়েও ভাল 'পান্তাভাত'...? গবেষণায় চমক! গরমকে তুড়ি মেরে ঠান্ডা করুন পান্তায়
এক থালা ভর্তি পান্তা ভাত! সঙ্গে শুকনো লঙ্কা। এই খেয়েই দিনের পর দিন মাঠে ঘাটে কাজ করেন হাজার হাজার মানুষ। কিন্তু শুধু পান্তা খেয়ে কীভাবে ওই কৃষক, শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যান? তা নিয়ে অনেকের মনেই বিস্ময় রয়েছে।
advertisement
2/7
অবিশ্বাস্য হলেও এটা বাস্তব। কারণ পান্তা ভাতে রয়েছে বিশেষ পুষ্টিগুণ। অন্তত এমনটাই বলছে গবেষণা।
advertisement
3/7
ভারতের অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে পান্তা ভাত নিয়ে একটি গবেষণা হয়। সেখানে নেতৃত্ব দিয়েছেন কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মধুমিতা বড়ুয়া। গবেষণার উদ্দেশ্য ছিল পান্তা ভাতে কী আছে? এবং পান্তা ভাতের উপাদান শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী সেগুলো খুঁজে বের করা।
advertisement
4/7
ওই গবেষণার রিপোর্ট এশিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত হয়। তাতে দেখা যাচ্ছে পান্তা ভাতে আসলে সাধারণ ভাতের থেকে পুষ্টিগুণ অনেক বেশি।
advertisement
5/7
১০০ গ্রাম ভাতে আয়রন থাকে ৩ গ্রামের কিছুটা বেশি। আর এই ভাত পান্তাভাত হয়ে গেলে তাতে আয়রনের পরিমরণ বেড়ে দাঁড়াচ্ছে ৭৩.৯ গ্রাম।
advertisement
6/7
একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। ১০০ মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে ২১ মিলিগ্রাম, সেখানে পান্তাভাতে এর পরিমাণ দাঁড়ায় ৮৫০ মিলিগ্রাম।
advertisement
7/7
গবেষকরা জানিয়েছেন, ফারমেন্টেশনের কারণে ভাতের পুষ্টিগুণ ও আর ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়াই এটি শরীরের হাড় মজবুত করে। এবং গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের বিকল্প কিছু নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rice Vs Panta Bhat: ভাতের চেয়েও ভাল 'পান্তাভাত'...? গবেষণায় চমকে দেওয়া ফল! গরমকে তুড়ি মেরে ঠান্ডা করুন পান্তায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল