Rice in Skin Care: ২ চামচ ভাত! এভাবে মাখলেই ১ সপ্তাহে হবে ফুটফুটে মুখ, নিখুঁত ত্বক! জানুন রূপরহস্য
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Rice in Skin Care:এভাবে সামান্য উপাদান দিয়ে তৈরি করে নিন ফেস মাস্ক, দিনে দশ মিনিট নিন ত্বকের যত্ন, জ্বলজ্বল করবে আপনার ত্বক।
advertisement
1/6

পুজো আসছে। সকলেই নিজেদের রূপচর্চা শুরু করে দিয়েছেন। ঝকঝকে স্কিন কার না ভালো লাগে?
advertisement
2/6
এবার ঘরোয়া উপায়ে করুন নিজের রূপের পরিচর্যা। দামি দামি প্রোডাক্টে নয়, ঘরোয়া এই কয়েকটা জিনিস দিয়েই আপনার ত্বক হবে সুন্দর, গ্লোয়িং।
advertisement
3/6
বাড়ির সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই ফেস মাস্ক, প্রতিদিন নিয়ম করে মুখে লাগান, যেমন ব্রণ দূর হবে তেমনি মুখের কালো দাগ দূর হয়ে ত্বককে করে তুলবে আরও বেশি ঝকঝকে।
advertisement
4/6
প্রতিদিন ঘরোয়া বেশ কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে ফেলুন এই মিশ্রণটি। বিউটিশিয়ান স্বাগতা ষড়ঙ্গী বলেন, প্রথমেই আপনাকে নিতে হবে দুই চা চামচ সেদ্ধ ভাতের মিশ্রণ, তুই চা চামচ ঠান্ডা দুধ (ফ্রিজে রাখা), এক চা চামচ মধু। এগুলিকে ভালোভাবে কোন একটি পাত্রে নিয়ে মিশিয়ে নিতে হবে।
advertisement
5/6
এরপর এই মিশ্রণটিকে ভালোভাবে নিজেদের মুখে লাগিয়ে নিতে হবে। রাখতে হবে প্রায় দশ মিনিট। শুকিয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
advertisement
6/6
একইভাবে সপ্তাহে প্রায় প্রতিদিন এই মাস্ক লাগালে ত্বক যেমন উজ্জ্বল হবে তেমনি পরিষ্কার হবে আপনার মুখের নানা দাগ। পুজোর আগে একবার ব্যবহার করে দেখুন। প্রাকৃতিক, ঘরোয়া উপায়ে তৈরি এই ফেসমার্ক আপনার শরীরের কোনও ক্ষতি করবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rice in Skin Care: ২ চামচ ভাত! এভাবে মাখলেই ১ সপ্তাহে হবে ফুটফুটে মুখ, নিখুঁত ত্বক! জানুন রূপরহস্য