Relationship: প্রেমিক বা স্বামীর সঙ্গে ঝগড়া হলেই প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? একবার ভেবে দেখুন এই কথাগুলো
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Relationship: নতুন সম্পর্কে থিতু হওয়ার পরও ফিরে আসে প্রাক্তনের প্রতি মনের চোরাটান
advertisement
1/8

সম্পর্কে টানাপড়েন আসেই। সে প্রেম হোক বা দাম্পত্য। সেই টানাপড়েন থেকে কখনও কখনও আসে বিচ্ছেদও। কখনও কখনও বিচ্ছেদের পর আবার ফিরে যাওয়ার ইচ্ছে হয় প্রাক্তনের কাছে।
advertisement
2/8
নতুন সম্পর্কে থিতু হওয়ার পরও ফিরে আসে প্রাক্তনের প্রতি মনের চোরাটান। এরকমও হয় যে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া বা মন কষাকষি হলে মনে হয় যে ফিরে যাই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কাছে। কখনও নতুন প্রেমিকের সঙ্গে ঝগড়া হলে ফিরে আসে পুরনো প্রেমের স্মৃতি।
advertisement
3/8
প্রাক্তন কি খুব ডমিনেটিং ছিলেন? চেষ্টা করতেন আপনার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে? তাহলে তাঁর কাছে প্রত্যাবর্তনের কারণ খুঁজতে যাবেন না। সম্পর্কে আপস, সহ্য, ধৈর্যশক্তি থাকবেই। কিন্তু কেউ কাউকে ডমিনেট করতে পারেন না।
advertisement
4/8
অনেক সঙ্গীই হন আক্রমণপ্রবণ। কথায় কথায় হাত তোলেন সঙ্গী বা সঙ্গিনীর উপর। শারীরিক আক্রমণের পাশাপাশি আছে মানসিক আঘাতও। মনে রাখুন, আঘাত করা কোনও সমস্যার সমাধান বা উত্তর নয়। তাই আঘাতপ্রবণ সঙ্গীর কাছে ফিরে না যাওয়াই ভাল।
advertisement
5/8
সম্পর্কে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা খুবই প্রয়োজনীয়। যদি সঙ্গী আপনাকে ক্রমাগত হেয় বা অপমান করে যায়, তাহলে সেই সম্পর্ক আর নতুন করে তৈরি না করাই ভাল।
advertisement
6/8
সম্পর্কে বিশ্বাস বা দুজনের প্রতি আস্থা থাকা খুবই প্রয়োজনীয়। যদি আস্থা ঠুনকো হয়ে আসে, তাহলে বাড়বে সন্দেহের তীব্রতা। একে অন্যের প্রতি সন্দেহ এলে বাড়বে দোষারোপের পালা। সেই সম্পর্ক কিছুতেই সুস্থ হতে পারে না।
advertisement
7/8
ভেঙে যাওয়া পুরনো প্রেম জোড়া লাগানোর সময় দেখুন আপনার প্রাক্তন দোষ স্বীকার করতে চান কিনা। কারণ যদি তা না হয় তাহলে সম্পর্কের ভিত দুর্বল থেকে যাবে। সে সব সম্পর্ক কখনওই সফল হতে পারে না।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship: প্রেমিক বা স্বামীর সঙ্গে ঝগড়া হলেই প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? একবার ভেবে দেখুন এই কথাগুলো