advertisement
1/8

দীর্ঘদিনের দাম্পত্য জীবনে সম্পর্ক অনেকটা উষ্ণতা হারায়। আমরা চাই সেই একজনকে নিয়েই স্বপ্নের মতো সুন্দর জীবন কাটাতে। কিভাবে চিরদিন আপনার পছন্দের পুরুষ বা নারীর সঙ্গে সজীব ও সবুজ সম্পর্ক বজায় রাখবেন জেনে নিন তার কয়েকটি উপায়
advertisement
2/8
ডেটিং: সম্পর্কের উষ্ণতা বাঁচিয়ে রাখতে প্রয়োজন রোমান্স। রোমান্স বাঁচাতে আয়োজন করুন একটি রোমান্টিক ডেটের।
advertisement
3/8
উপহার: মাঝে মাঝে উপহার দিয়ে চমকে দিন আপনার সঙ্গীকে। স্টিকি নোটে ছোট্ট ছোট্ট মনের কথা লিখে লাগিয়ে রাখুন আপনার সঙ্গীর ল্যাপটপ ব্যাগ বা মোবাইলের ব্যাক কভারে। সম্পর্কের চমক বাড়ান ও দাম্পত্যকে আরো মধুর করে তুলুন।
advertisement
4/8
হাত ধরুন, সঙ্গীকে চুম্বন করুন: বৈবাহিক জীবনের প্রেমকে জীবিত রাখে চুম্বন। সঙ্গীকে চুম্বন করুন। একে অপরের হাত ধরুন। গাঢ় ভাবে আলিঙ্গন বদ্ধ হোন। একটি সুন্দর সকাল ও একটি শুভ রাত্রি শুরু হোক ভালোবাসার ছোঁয়ায়।
advertisement
5/8
স্বাধীনতা: ভুলে যাবেন না নিজের ব্যক্তি স্বাধীনতার কথা। স্বনির্ভর হোন। নিজের বন্ধুদের কথা, কাজের কথা, নিজের পছন্দ অপছন্দ গুলোর কথা মনে রাখুন।
advertisement
6/8
পূর্বাধিকার: কাজ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আপনার কাছে। কাজ করার সঙ্গে সঙ্গীকেও সমান গুরুত্ব দিন। কাজে ব্যস্ত ফোনা কথা বলার সময় নেই তো একটা মেসেজ করে দিন ৷
advertisement
7/8
শুনুন: সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। দুজনে দুজনকে বুঝতে চেষ্টা করুন।
advertisement
8/8
খুশী থাকুন: ছোট ছোট বিষয় নিয়ে অনুশোচনা করা বন্ধ করুন। হারানোর ভয় পাবেন না। নেগেটিভ ইমোশনকে প্রশ্রয় দেবেন না। খুশি থাকুন। খুশি রাখুন।