advertisement
1/6

চরম তৃপ্তির খোঁজে গড়পড়তা নয়, বেশিরভাগ মানুষই নেন নতুন নতুন পন্থা ৷ অপার সুখের খোঁজে চলতেই থাকে পরীক্ষা-নিরীক্ষা ৷ কোন পথের শেষে রয়ে যায় খানিক অপূর্ণতা তো কোথাও আবার অনাবিল সুখের সন্ধান ৷ তবে লাইফস্টাইল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যৌনতার খেলা গতানুগতিক হোক বা অ্যাডভেঞ্চারাস ভুলেও করবেন না এই ভুলগুলি
advertisement
2/6
যৌনতার প্রথম পর্যায় হোক বা চরম মুহূর্ত সক্রিয় থাকতে হবে উভয়কেই ৷ একজন ব্যস্ত ও অন্যজন শান্ত হয়ে থাকলে কখনওই মিলবে না অভিপ্রেত সুখ ৷ তাই শুধু শুয়ে থাকে সমানভাবে সক্রিয় হতে হবে দুজনকেই, তবেই মিলবে চরম তৃপ্তি ৷ এই পরামর্শ বিশেষ করে মহিলা সঙ্গীর উপর প্রযোজ্য ৷
advertisement
3/6
একে অপরের কাছে সৎ থাকুন দুজনেই ৷ কোন বিশেষ স্থানে স্পর্শ বেশি উত্তেজিত করে তা খোলামেলা আলোচনা করুন পার্টনারের সঙ্গে ৷ পার্টনারের কোনও অ্যাকশন ভাল না লাগলেও তৃপ্তি প্রতিক্রিয়ার নাটকের আড়ালে লুকোবেন না ৷ তাতে ভবিষ্যতে ভাঙন ধরবে সম্পর্কে ৷ চরম মুহূর্তে একজন সুখ পেলেও অপূর্ণ রয়ে যাবেন আরেকজন ৷ Photo Source: Collected
advertisement
4/6
রতিক্রিয়ায় চুড়ান্ত পর্যায়ের আগে ফোর-প্লে অত্যন্ত জরুরি ৷ পার্টনারের চাহিদা বুঝুন ৷ পুরুষদের জন্য পরামর্শ সঙ্গীর চাহিদা বুঝে তৃপ্তির চরম মুহূর্ত আসা পর্যন্ত ফোর-প্লে চালিয়ে যান ৷ আবার উল্টোটাও হতে পারে, সঙ্গী নিজে ফোরপ্লে-তে সক্রিয় হলে তাঁকে তৃপ্ত হওয়া পর্যন্ত আপনিও সক্রিয় হন ৷ বাধা দিয়ে ফোরপ্লে-এর মাঝেই জোর করে উপবেশন করবেন না ৷ তাতে সুখের বদলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে পার্টনারের মুড ৷ (Photo collected)
advertisement
5/6
যৌনতার সময় কথা চলুক শব্দে নয় স্পর্শে ৷ আলোচনায় নষ্ট হতে পারে মনোযোগ ৷ দুই শরীরের স্পর্শে স্পর্শেই চলুক আলাপচারিতা ৷ Photo Collected
advertisement
6/6
এরআগে নানা পরীক্ষায় প্রমাণিত হয়েছে তরমুজ ভায়াগ্রার সমান কাজ করে। এ বার দেখা গেল, মধুও কিছু বিছানায় চুড়ান্ত পর্যায়ে আগেই ঝাঁপিয়ে পড়বেন না ৷ খেলা চলুক আস্তে আস্তে ৷ ধাপে ধাপে বাড়ুক যৌন উত্তেজনা ৷ তাতেই আসবে চরম সুখের অনুভূতি ৷ Photo Source: Collected