Relationship Tips: সম্পর্কের বিষ তছনছ করে দেয় জীবন! 'বিষাক্ত সম্পর্ক' চিনে নিন 'এই' লক্ষণ দেখে! সতর্ক থাকুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Relationship Tips: কিছু কিছু সময় দেখা যায় যে সম্পর্কের কারণেই সুখের চেয়ে জীবনে বাড়ছে দুঃখ। আনন্দের বদলে আপনি চলে যাচ্ছেন ডিপ্রেশনে। সেক্ষেত্রে বুঝে নেওয়া জরুরি কোন সম্পর্ক কাম্য, কোনটি নয়।
advertisement
1/10

পারস্পরিক সম্পর্ক দুটি মানুষকে আরও ভাল রাখবে এটাই কাম্য। মানুষ আনন্দে থাকবেন বলেই নতুন নতুন মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হন। জীবনে জুড়ে নেন নতুন নতুন সম্পর্ক। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে সম্পর্কের কারণেই সুখের চেয়ে জীবনে বাড়ছে দুঃখ। আনন্দের বদলে আপনি চলে যাচ্ছেন ডিপ্রেশনে। সেক্ষেত্রে বুঝে নেওয়া জরুরি কোন সম্পর্ক কাম্য, কোনটি নয়।
advertisement
2/10
বার বার জীবনে জটিলতা জুড়ে গেলে তা যে কতটা ক্ষতিকর হতে পারে তা বুঝে নেওয়াও জরুরি। কারণ ভুলটা করলে কিন্তু খেসারত দিতে হবে আপনাকেই। কারণ ভালোবাসার সম্পর্কে যদি জটিলতা তৈরি হয়ে যায়, তা কিন্তু মোটেই ভালো হবে না।
advertisement
3/10
এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়াটা খুবই প্রয়োজনীয়। তবেই আপনি ভালো থাকতে পারবেন। এক্ষেত্রে বিষাক্ত সম্পর্কের সাইন বা লক্ষণগুলি জেনে নেওয়া জরুরি। কী ভাবে বেরিয়ে আসবেন জেনে নিন তার টিপস-ও।
advertisement
4/10
ভালোবাসা থেকে শুরু হওয়া সম্পর্কও একটা সময় নষ্ট হয়ে যেতে পারে। কোনও সময়ের ভালো সম্পর্কও কিন্তু কোথাও গিয়ে নষ্ট হয়। উল্টোদিক থেকে বার বার আসে আঘাত। তা পোহাতে চান না বেশিরভাগই। বিশেষজ্ঞরা বলেন, আপনি নিজের মতো করে সমস্যা তৈরি করে ফেলতেই পারেন। তবে সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার প্রয়াসটাও আপনাকেই করতে হবে।
advertisement
5/10
জীবনে ভুল মানুষের সঙ্গেও অনেকে জড়িয়ে পড়েন। কিছু খারাপ মানুষের সঙ্গে তৈরি হয় সম্পর্ক। শুরু শুরুতে সম্পর্কে থাকার প্রাথমিক সময়ে সমস্যা বোঝা না গেলেও কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তখন কিন্তু বেরিয়ে আসতে হবে সেখান থেকে। কী করে বুঝবেন আপনার সম্পর্কও টস্কিক রিলেশনশিপ হয়ে উঠেছে কিনা? জেনে নিন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন।
advertisement
6/10
১. সঙ্গীর অস্বাভাবিক ও অহেতুক চিৎকার বিশ্বাস করুন বা নাই করুন, বিষাক্ত সম্পর্কের এটাই কিন্তু প্রধান লক্ষণ। সঙ্গী যদি আপনার উপর অহেতুক চিৎকার করেন এবং বার বার করতেই থাকেন তাহলে সতর্ক হন। এই বিষয়টি প্রতিটি মানুষকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কথায় কথায় যদি সঙ্গী চিৎকার করেন, তবে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবুন।
advertisement
7/10
২. আপনাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করা যথার্থই অপরাধমূলক কাজ। কিন্তু অনেক সময় সম্পর্কে হালকা ছলে করা ব্ল্যাকমেল অনেকেই মজা ভেবে মানিয়ে নেন। তবে বুঝতে হবে কখন সতর্ক হবেন। যদি দেখেন ছোটখাট যে কোনও জিনিস নিয়েও বার বার সঙ্গী ব্ল্যাকমেল করে চলেন, তবে মাথায় রাখতে হবে যে সম্পর্ক ঠিক পথে যাচ্ছে না। আপনি যে সঠিক মানুষের সঙ্গে এগচ্ছেন না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই বিষয়টা বুঝে নিন আজই।
advertisement
8/10
৩. খারাপ ভাষা প্রয়োগ করছে খারাপ ভাষার একটা সীমা রয়েছে। এবার নিজের সঙ্গীকে অকারণে কারণে যদি কেউ খারাপ ভাষা নিয়মিত প্রয়োগ করতে থাকেন, তবে বুঝতে হবে যে সমস্যা রয়েছে এর পিছনে। আর এটা কোনওমতেই মেনে নেওয়া যায়। কোনও মানুষ নিয়মিত খারাপ ভাষা শুনবেন কেন বলুন তো! তাই সতর্ক হয়ে যান। এটা মাথায় রাখলেই অনেকটা বুঝতে পারবেন।
advertisement
9/10
৪. হাত তুলতে গিয়েছে রাগ থাকা ভালো। রাগ না দেখালে বহু ক্ষেত্রেই কার্যসিদ্ধি হয় না। তবে রাগের বর্হিপ্রকাশে যদি আপনার হাত না থাকে তবে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর এই বিষয়টাই মানুষ পছন্দ করেন না। এক্ষেত্রে সঙ্গী যদি আপনার উপর হাত তুলতে যান, তবে কিন্তু সতর্ক হয়ে যান। কারণ এই বিষয়টা মেনে নেওয়া একাবারেই উচিত হবে না।
advertisement
10/10
৫. পরিবারকে নিয়ে খারাপ কথা বলা দিনে দিনে বিভিন্ন জটিলতা সস্পর্কে তৈরি হয়ে যেতেই পারে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে কেউ কেউ অযথা সঙ্গীর পরিবারকে নিয়ে কথা বলতে শুরু করে দেন। তেমন বার বার হতে থাকলে রুখে দাঁড়ান। পরিবারকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, তাহলে শুনবেন না। আর এই লক্ষণেই বুঝে ফেলবেন যে সমস্যা তৈরি হচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: সম্পর্কের বিষ তছনছ করে দেয় জীবন! 'বিষাক্ত সম্পর্ক' চিনে নিন 'এই' লক্ষণ দেখে! সতর্ক থাকুন