Relationship: রোজের জীবনে এই বদল আনুন, দাম্পত্য সম্পর্ক হবে মধুর
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রোজের জীবনে ছোট-ছোট কয়েকটা বদল আনলেই দাম্পত্য সম্পর্কের সব দূরত্ব দূর হবে
advertisement
1/6

আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? উত্তরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই বলবেন মা, বোন, মেয়ে, কেউ বলবেন ঠাকুমা
advertisement
2/6
কারণ হিসেবে বলবেন, তারা ছোট থেকে,কোলে-পিঠে করে মানুষ করেছেন। কিন্তু কেন এই তালিকায় নাম থাকে না স্ত্রীর?
advertisement
3/6
এই প্রজন্ম সবদিক থেকে আধুনিক হয়েছে কিন্তু আজও 'বউকে ভালবাসি' বলতে লজ্জা পান অনেকেই...ভেবে বসেন, এই বোধহয় তাকে 'বউ-পাগল'ভাববে সবাই
advertisement
4/6
কিন্তু স্বামীর জীবনে স্ত্রীর অবদান কম কিছু নয়। নিজের বাড়ি ছেড়ে একজন মেয়ে স্বামীর বাড়ি আসেন।
advertisement
5/6
যে মেয়েটা স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না, সে কখনওই কেন স্বামীর জীবনের প্রিয় নারী হতে পারে না?
advertisement
6/6
কিন্তু, নারী সমাজ বলছে অন্য কথা। স্ত্রী-দের খুশি করতে লাগেনা বেশি কিছু। তারা চায় স্বামীর পাশে থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট করা। তারা যায় শুধুই ভালবাসা। তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন