Relationship Tips: আপনার প্রিয় মানুষ আপনাকে ভালবাসে তো? নাকি মিথ্যে বলে? বুঝুন এই উপায়ে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Relationship Tips: আপনার ভালবাসার মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না তো? ভালবাসার নামে মিথ্যে বলছে না তো? কী করে বুঝবেন? জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/6

সামাজ ও ব্যাক্তিজীবনে আমাদের অনেক পরিচিত ও কাছের মানুষ যারা আমাদের পছন্দ না করলেও মুখে কখনো তা বলে না। আপনি তাদের শুভানুরাগী ভাবলেও হয়ত বা আপনাকেই সে এড়িয়ে চলে।
advertisement
2/6
আপনার আশেপাশে চেনা, পরিচিত এমন বন্ধু, আত্মীয়রা আদৌ আপনার কি ভাল চায়, আপনাকে কি তারা সঠিক গুরত্ব দেয়? মুখে না বললেও আপনি কীভাবে বুঝতে পারবেন যে সে আসলে আপনাকে ভালবাসে না! এক্ষেত্রে বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে পারেন।
advertisement
3/6
আপনাকে যদি কেউ ভাল না বাসে কিংবা আপনাকে এড়িয়ে যেতে চায় তবে কিছু লক্ষণের মধ্যে অন্যতম একটি হল আই কন্ট্যাক্ট এড়ানোর প্রবণতা। আপনার সঙ্গে কথা বললেও আপনার চোখের দিকে যদি না তাকিয়ে তেমন কথা বলে তবে তিনি আপনাকে তেমন পাত্তা দিচ্ছেন না।
advertisement
4/6
আপনাকে যদি পছন্দ না করে তবে তার মধ্যে অন্যতম একটি লক্ষণ হল কথা বলতে বলতে ঠোঁট ওল্টানোর আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ। কথা বলার সময় কিংবা কিছু জিজ্ঞাসার প্রতিউত্তরে মুখে না বলেও এভাবে অসম্মতি প্রকাশ করা যায়। এই আচরণ নেতিবাচক অনুভূতি প্রকাশের একটি উপায় হতে পারে।
advertisement
5/6
মনোবিদ ভাস্কর মিত্র জানান, একজন ব্যক্তির শরীরের অবস্থানও তার অনুভূতি প্রকাশ করতে পারে। যখন কেউ তার পা বা শরীরকে আপনার থেকে দূরে রাখে, তখন বুঝে নেবেন যে সে আপনাকে পছন্দ করছে না।
advertisement
6/6
অনেকক্ষেত্রে কথোপকথনের সময় সামনের ব্যক্তি যদি সামান্য হাসি দিয়েই ব্যস্ততা দেখায় তবে সেটি আপনাকে সে মুখে না বললেও আসলে সে আপনাকে পাত্তা দিতে চায় না। আসলে আপনার সামনের ব্যাক্তির সত্যিকারের হাসির অভাব এবং সামান্য ব্যস্ততা অনাগ্রহের ইঙ্গিত দিতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: আপনার প্রিয় মানুষ আপনাকে ভালবাসে তো? নাকি মিথ্যে বলে? বুঝুন এই উপায়ে