এই সাধারণ দুটো ফলের মিশ্রণ আপনার যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তুলবে--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সুখি জীবনের চাবিকাঠি সুস্থ সেক্স! কিন্তু ফাস্টলাইফ, স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক টেনশনে হারিয়ে যাচ্ছে যৌন উত্তেজনা!
advertisement
1/6

সুখি জীবনের চাবিকাঠি সুস্থ সেক্স! কিন্তু ফাস্টলাইফ, স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক টেনশনে হারিয়ে যাচ্ছে যৌন উত্তেজনা! মিলনের স্থায়িত্ব বাড়াতে পুরুষেরা নানারকম পন্থার সাহায্য নেন , যারমধ্যে অন্যতম ভায়াগ্রা। এই ওষুধের মধ্যে থাকে সিট্রুলিন, লাইকোপেনের মতো পদার্থ যা পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু মাথায় রাখতে হবে, ভায়াগ্রার সাইড এফেক্টও কম নয়! তারচেয়ে বরং ঘরোয়া উপায়ের দ্বারস্থ হন! জানেন কি, দুটো অত্যন্ত সাধারণ ফল আপনার যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে! Photo Source: Collected
advertisement
2/6
গবেষণা বলছে, সেক্সের উত্তেজনা বাড়াতে তরমুজ আর পাতি লেবুর বিকল্প নেই! এই দুয়ের মিশ্রণে বানানো যায় প্রাকৃতিক ভায়াগ্রা! কিন্তু কীভাবে ? রইল রেসিপি-- Photo Source: Collected
advertisement
3/6
প্রথমে তরমুজ ছোট ছোট করে কেটে মিক্সার বা জুসারে ব্লেন্ড করে নিন। তরমুজের খোলের সাদা অংশের খানিকটাও ওই মিশ্রণে মেশাতে হবে। এবার তরমুজের রস একটা পাত্রে ঢেলে ফোটাতে থাকুন। একইসঙ্গে মেশাতে থাকুন একটা গোটা পাতিলেবুর রস। নজর রাখবেন, মিশ্রণ যেন পুড়ে না যায় ৷ Photo Source: Collected
advertisement
4/6
মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। পরিষ্কার একটা কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। Photo Source: Collected
advertisement
5/6
প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে দু’চামচ করে এই মিশ্রণ খেতে হবে। ওজন বেশি হলে ৩ থেকে ৪ চামচ খান। বিশেষজ্ঞদের দাবি, একসপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল মিলবে। Photo Source: Collected
advertisement
6/6
এই প্রাকৃতিক ভায়াগ্রা সমস্ত বয়সের জন্যই কার্যকরী, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ৷ তবে মিশ্রণে ভুলেও নুন বা চিনি মেশাবেন না! সেক্ষেত্রে উপযোগিতা হারিয়ে যাবে! Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/Relationship/
এই সাধারণ দুটো ফলের মিশ্রণ আপনার যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তুলবে--