জেনে নিন, দিনের কোন সময় সেক্স করার 'সঠিক' সময়...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

সেক্স নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমাদের অনেকের মনেই অনেক ছুৎমার্গ রয়েছে! কিন্তু এ'কথা অস্বীকার করার উপায় নেই, সুস্থ যৌণতা বা হেলদি সেক্স শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। বলতে পারেন, ওষুধের মতো কাজ করে! Photo Source: Collected
advertisement
2/4
সঠিক সময়ে সেক্স আপনার দিনটা করে তুলবে মসৃণ, দিনভর চনমনে থাকবেন, অফিস কিংবা বাড়ি— কর্মক্ষমতা থাকবে তুঙ্গে ! কিন্তু কোন সময়টা সেই 'আদর্শ' সময়? Photo Source: Collected
advertisement
3/4
সম্প্রতি ‘ম্যাট্রেস অ্যাডভাইজর’ নামে একটি ওয়েবসাইট-এর সমীক্ষায় প্রায় এক হাজার দম্পতির উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে একেক দম্পতির সাচ্ছন্দ্য একেক সময়ে। কারও সন্ধে, কারও মধ্যরাত। Photo Source: Collected
advertisement
4/4
সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে, ভোরবেলা সেক্স করলে, তাঁরা সারাদিন চনমনে থাকছেন। কাজেই গবেষক মহলের দাবি, সেক্স করার 'আদর্শ' সময় ভোরবেলা। Photo Source: Collected