TRENDING:

এই অ্যাপ ডাউনলোড করুন, সঙ্গ দিতে ঘরে চলে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড !

Last Updated:
advertisement
1/9
এই অ্যাপ ডাউনলোড করুন, সঙ্গ দিতে ঘরে চলে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড !
• ‘রেন্ট আ ফ্রেন্ড’ ৷ বহু দিন ধরেই এই ধরণের ব্যবস্থা চলে আসছে চিন, জাপানে ৷ এ দেশেও তা শুরু হয়েছিল ৷ এবার আনুষ্ঠিনকভাবে বয়ফ্রেন্ড ভাড়া করার অ্যাপ এল ভারতীয় মার্কেটে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/9
• কী সেই অ্যাপের নাম ? Rent A Boy Friend (RABF)-এই নাম দিয়ে প্ল-স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি ৷ সেখানে গিয়ে আগে নিজের নাম রেজিস্টার করতে হবে ৷
advertisement
3/9
• আপনি বয়ফ্রেন্ড হিসেবে রেজিস্টার করতে পারেন, আবার গার্লফ্রেন্ড হিসেবেও নাম রেজিস্টার করা যাবে ৷ অ্যাপটি তৈরি করেছেন কৌশল প্রকাশ নামের এক ইন্টেরিয়র ডিজাইনার ৷
advertisement
4/9
• মানুষের একাকিত্ব আর তা থেকে তৈরি হওয়া অবসাদ ধীরে ধীরে গ্রাস করছে আমাদের সমাজকে ৷ তাই মানসিক রোগ থেকে তরুণ প্রজন্মকে কিছুটা হলেও বাঁচাতে এই অ্যাপ বাজারে আনার কথা প্রথম ভেবেছিলেন কৌশল ৷ ২৯ বছরের প্রকাশ জানাচ্ছেন, ‘প্রকৃত’ জেন্টলম্যানদের সম্ভার নিয়ে মেয়েদের কাছে আসছে এই অ্যাপ ৷ যাঁদের বয়ফ্রেন্ড নেই তাঁদের আর একাকীত্বে ভুগতে হবে না ৷ পাশাপাশি, যাঁদের বয়ফ্রেন্ড আছে তাঁরাও ইচ্ছে করলে স্বাদ বদল করতে পারবেন ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
advertisement
5/9
• তবে এই অ্যাপে বয়ফ্রেন্ড হিসেবে রিজেস্টার করতে গেলে নূন্যতম মাধ্যমিক পাশ করতেই হবে ৷ পাশাপাশি, ছোট একটি সাক্ষাৎকার পর্বের মধ্যে দিয়েও যেতে হবে ভবিষ্যতের বয়ফ্রেন্ডদের ৷ তারপর নিজেদের প্রফাইল বানানোর অনুমতি পাবেন তাঁরা ৷ প্রবেশাধিকারের মূল শর্তই হল, বয়ফ্রেন্ডদের দেখতে সুন্দর হতে হবে আর তাঁদের কমিউনিকেশন স্কিলও উন্নতমানের হতে হবে ৷ অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/9
• অ্যাপ থেকে ছবি আর প্রোফাইল দেখে পছন্দ মতো বয়ফ্রেন্ড ভাড়া নিতে পারবেন মহিলারা ৷ প্রকাশের দাবি, এই অ্যাপ শুধুমাত্র ভাড়া করা বয়ফ্রেন্ডের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর জন্য ৷ ফলে কোনও শারীরিক সম্পর্কে জড়াতে পারবেন না তাঁরা ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
advertisement
7/9
• কিন্তু শুধুই বয়ফ্রেন্ডই ভাড়া পাওয়া যাবে কেন ? প্রকাশ জানালেন, ভারতে এখনও মেয়ে ভাড়া দেওয়ার বিষয়টি সংবেদনশীল ৷ এটা কখনওই ভাল চোখে দেখা হায় না ৷ যদিও বিদেশে এসব নিয়ে অত মাথা ঘামানো হয় না ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
advertisement
8/9
• কিন্তু এই ডেটিংয়ে ছেলেদের কী লাভ ? ভাড়ার টাকার অঙ্কের ৭০ শতাংশ পাবেন তাঁরা ৷ মালিকের কাছে যাবে ৩০ শতাংশ ৷ মডেল বা সেলেব বয়ফ্রেন্ড ভাড়া করতে গেলে ঘণ্টায় ২০০০-৩০০০ টাকা খরচ করতে হবে ৷ সাধারণ বয়ফ্রেন্ডের খরচ পড়বে মোটামুটি ৩০০-৪০০ টাকা প্রতি ঘণ্টায় ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
advertisement
9/9
• তবে দুঃখের বিষয়, এ রাজ্যে বসে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনি ৷ আপাতত বয়ফ্রেন্ড ভাড়া নিতে মুম্বই বা পুণে যেতে হবে আপনাকে ৷ ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই অ্যাপ ডাউনলোড করুন, সঙ্গ দিতে ঘরে চলে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড !
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল