TRENDING:

নিয়মিত যৌনতায় অভ্যস্থ ? শরীরের পক্ষে ক্ষতিকারক ? জেনে নিন, গবেষকদের মত--

Last Updated:
advertisement
1/5
নিয়মিত যৌনতায় অভ্যস্থ ? শরীরের পক্ষে ক্ষতিকারক ? জেনে নিন, গবেষকদের মত--
অনেকেই দিনে একাধিকবার সেক্স করেন। এতে যৌনখিদে মেটে, আনন্দ মেলে ঠিকই...কিন্তু সবকিছুর ভাল-খারাপ দুই-ই থাকে! সেক্স-ও তার ব্যতিক্রম নয়। জেনে নিন, কী বলছেন চিকিৎসকেরা-- Photo Source: Collected
advertisement
2/5
দিনে একাধিকবার সেক্স করলে মহিলাদের ইউরিনারি ট্র্যাকট ইনফেকশন (UTI)-এর প্রবণতা বেড়ে যায়। ই-কোলাই ব্যাকটেরিয়া থেকে ইউটিআই হয়। সেক্সের ফলে মহিলাদের ব্লাডারে এই ব্যাকটেরিয়া সঞ্চিত হয়। তাই সেক্সের পর বেশি সতর্ক থাকতে হয় মহিলাদের। যোনি ও তার সংসর্গ সমস্ত জায়গা ভাল করে পরিষ্কার করা উচিৎ। Photo Source: Collected
advertisement
3/5
অন্যদিকে সমীক্ষা বলছে, যারা বেশি সেক্স করেন, তারা কম মানসিক সমস্যায় ভোগেন। ভয়, উদ্বেগ, রাগ কম থাকে। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে সমস্যার সমাধান করতে পারেন। কারণ একটাই। হরমোন। সেক্স বেশি করলে হরমোন ঠিকমতো ক্ষরিত হয়। ফলে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি ঠিক থাকে। Photo Source: Collected
advertisement
4/5
নিয়মিত সেক্স করলে রক্তসঞ্চালন বাড়ে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। Photo Source: Collected
advertisement
5/5
নিয়মিত সেক্স করলে শরীরের নানা অংশের ব্যথা কমে। গবেষণা বলছে সেক্স-এর কারণে ধৈর্যশক্তি বাড়ে। ব্যথা ও অনুভূতির মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। সেক্স যেহেতু অনুভূতিকে প্রভাবিত করে, সেই কারণে বেশি ব্যথা লাগলেও তা অতটা অনুভূত হয় না। পরীক্ষায় তা প্রমাণিতও হয়েছে। ব্যথায় খুব কষ্ট পাচ্ছে এমন রোগীকে ডাক্তাররা তাদের প্রেমিক বা প্রেমিকার ছবি দেখিয়েছিলেন। তখনই তাদের ব্যথার মাত্রা অপেক্ষাকৃত কমে গিয়েছিল। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/Relationship/
নিয়মিত যৌনতায় অভ্যস্থ ? শরীরের পক্ষে ক্ষতিকারক ? জেনে নিন, গবেষকদের মত--
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল