TRENDING:

Relationship Advice:সম্পর্ক একেবারে তলানিতে? সকালে এই কাজটা কাজ করুন, তা হলেই দেখবেন মাখো-মাখো প্রেম

Last Updated:
Relationship Advice: আপনার সম্পর্ক কী একেবারেই তলানিতে? কয়েকটা কাজ করুন, তাহলেই প্রেম ফিরে আসবে৷
advertisement
1/6
সম্পর্ক একেবারে তলানিতে? সকালে এই কাজটা কাজ করুন, তা হলেই দেখবেন মাখো-মাখো প্রেম
এখন সকলের ব্যস্ত সময়৷ তখন একে অপরের সঙ্গে সময় কাটানোর সময় কই৷ যার ফলে ব্যস্ততা বাড়লেও সম্পর্কে বাঁধনগুলো ক্রমশ আলগা হতে থাকে৷ দুটো মানুষ যখন সংসার বাঁধে, তখনও সেই একই সমস্যা কথা ফুরিয়ে আসে৷ সম্পর্কের উত্তাপও ক্রমশ নিভু নিভু৷ এই উত্তাপকে কিছুটা বৃদ্ধি করতে একটু আধটু প্রচেষ্টা তো লাগেই, রিলেশনশিপ কাউন্সেলার ড. গীতাঞ্জলি শর্মা দিলেন কিছু টিপস৷
advertisement
2/6
প্রথমেই সকালে একটু আগে ওঠার চেষ্টা করুন৷ দেরিতে উঠলে অফিস যাওয়ার তাড়া, খাবারের তাড়া-সহ একাধিক ব্যস্ততার মধ্যে একে অপরকে বোঝার সময় কই৷ তাই একটু হাতে সময় নিয়ে উঠুন৷ চা-কফি খেতে খেতে একে অপরের সমস্যা ভাল-লাগার কথা শেয়ার করুন৷ কিছুই না বলার থাকলে, একসঙ্গে কাটানো পুরোনো দিনগুলোর কথা মনে করুন৷
advertisement
3/6
একসঙ্গে হাঁটতে বেরোন৷ এর ফলে শরীরের সঙ্গে মনও ফুরফুরে হয়ে যায়৷ এর ফলে কোয়ালিটি টাইমও কাটানো যাবে৷ একে অপরের মধ্যে মানসিক বন্ধনও দৃঢ় হয়৷
advertisement
4/6
জাপানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “বাস্তবে জাপান এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে বিদেশী পুরুষরা সহজেই জাপানের অল্পবয়সি মেয়েদের থেকে যৌন পরিষেবা নিতে পারছে।” প্রতীকী ছবি।
advertisement
5/6
অনেক সময় একে অপরের জন্য করা কাজ গুলোকে বড্ড টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হয়৷ একে অপরকে মাঝে মাঝে ধন্যবাদ দেওয়াও জরুরি৷ সেটাই করুন৷ চেষ্টা করুন নিজেদের একে অন্যের জন্য করা কাজ গুলোর প্রশংসা করতে৷
advertisement
6/6
একটু না হয়, একে অপরের জন্য অতিরিক্ত সময় বের করলেনই বা, তাতে সমস্যা কি?
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Advice:সম্পর্ক একেবারে তলানিতে? সকালে এই কাজটা কাজ করুন, তা হলেই দেখবেন মাখো-মাখো প্রেম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল