TRENDING:

Benefits of Reetha: চুল অকালে পাকবে না, পড়বেও না! শুধু শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ফল ভেজানো জল

Last Updated:
Benefits of Reetha: যতই প্রসাধনী আসুক না কেন বাজারে, চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ অতুলনীয়
advertisement
1/10
চুল অকালে পাকবে না, পড়বেও না! শুধু শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ফল ভেজানো জল
যতই প্রসাধনী আসুক না কেন বাজারে, চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ অতুলনীয়। সেরকমই একটি উপকরণ হল রিঠা। ইংরেজিতে এই উপকরণকে বলা হয় ‘সোপ নাট’।
advertisement
2/10
বহু যুগ ধরে রিঠা গাছের ফলকে চুলের যত্নে ব্যবহার করে আসা হচ্ছে। রিঠাফলে আছে স্যাপোনিনস। যাকে প্রাকৃতিক শোধক বলা হয়।
advertisement
3/10
চুলের গোড়া থেকে তেল, নোংরা পরিষ্কার করে চুলের যত্নের জন্য রাসায়নিক জিনিসের বিকল্প হল রিঠা।
advertisement
4/10
রিঠা ব্যবহার করার ফলে চুলের গোড়ার স্বাভাবিক তেল নষ্ট হয় না। আবার চুলের গুণমানও ভাল থাকে। রিঠার অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে চুল সহজে ভঙ্গুর হয় না।
advertisement
5/10
রিঠায় আছে আয়রন। এতে নতুন চুল জন্মাতে সাহায্য করে। চুল পড়া বন্ধ হয়। হেয়ার ফলিকলস মজবুত হলে নতুন চুল জন্মায়।
advertisement
6/10
রিঠার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য স্ক্যাল্প থেকে খুশকি দূর করে। স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় থাকে রিঠার নিয়মিত ব্যবহারে। স্ক্যাল্প থাকে ফ্লেকমুক্ত।
advertisement
7/10
চুলের ঔজ্বল্য বজায় রাখে রিঠার বৈশিষ্ট্য। চুলের রেশমিভাব ধরে রাখে রিঠা। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা।
advertisement
8/10
স্ক্যাল্পে অতিরিক্ত তেলও রোধ করে রিঠা। সেবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে। তাই দীর্ঘ ক্ষণ চুল হাল্কা ফুরফুরে থাকে রিঠার গুণে।
advertisement
9/10
চুলের স্বাভাবিক রং ধরে রাখে রিঠা। অকালপক্কতা রোধ করে। যাঁরা চুলে কালার করেন তাঁরাও ব্যবহার করতে পারেন এই উপাদান।
advertisement
10/10
দীর্ঘ দিন নানা রাসায়নিক ব্যবহারে চুলের গোড়ায় নানা জিনিস জমতে থাকে। রিঠা ব্যবহারে সেগুলি দূর হয়। কোঁকড়া, ঢেউখেলানো বা স্ট্রেট-সব রকম চুলেই রিঠা ব্যবহার করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Reetha: চুল অকালে পাকবে না, পড়বেও না! শুধু শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ফল ভেজানো জল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল