Benefits of Reetha: চুল অকালে পাকবে না, পড়বেও না! শুধু শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ফল ভেজানো জল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Reetha: যতই প্রসাধনী আসুক না কেন বাজারে, চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ অতুলনীয়
advertisement
1/10

যতই প্রসাধনী আসুক না কেন বাজারে, চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ অতুলনীয়। সেরকমই একটি উপকরণ হল রিঠা। ইংরেজিতে এই উপকরণকে বলা হয় ‘সোপ নাট’।
advertisement
2/10
বহু যুগ ধরে রিঠা গাছের ফলকে চুলের যত্নে ব্যবহার করে আসা হচ্ছে। রিঠাফলে আছে স্যাপোনিনস। যাকে প্রাকৃতিক শোধক বলা হয়।
advertisement
3/10
চুলের গোড়া থেকে তেল, নোংরা পরিষ্কার করে চুলের যত্নের জন্য রাসায়নিক জিনিসের বিকল্প হল রিঠা।
advertisement
4/10
রিঠা ব্যবহার করার ফলে চুলের গোড়ার স্বাভাবিক তেল নষ্ট হয় না। আবার চুলের গুণমানও ভাল থাকে। রিঠার অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে চুল সহজে ভঙ্গুর হয় না।
advertisement
5/10
রিঠায় আছে আয়রন। এতে নতুন চুল জন্মাতে সাহায্য করে। চুল পড়া বন্ধ হয়। হেয়ার ফলিকলস মজবুত হলে নতুন চুল জন্মায়।
advertisement
6/10
রিঠার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য স্ক্যাল্প থেকে খুশকি দূর করে। স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় থাকে রিঠার নিয়মিত ব্যবহারে। স্ক্যাল্প থাকে ফ্লেকমুক্ত।
advertisement
7/10
চুলের ঔজ্বল্য বজায় রাখে রিঠার বৈশিষ্ট্য। চুলের রেশমিভাব ধরে রাখে রিঠা। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা।
advertisement
8/10
স্ক্যাল্পে অতিরিক্ত তেলও রোধ করে রিঠা। সেবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে। তাই দীর্ঘ ক্ষণ চুল হাল্কা ফুরফুরে থাকে রিঠার গুণে।
advertisement
9/10
চুলের স্বাভাবিক রং ধরে রাখে রিঠা। অকালপক্কতা রোধ করে। যাঁরা চুলে কালার করেন তাঁরাও ব্যবহার করতে পারেন এই উপাদান।
advertisement
10/10
দীর্ঘ দিন নানা রাসায়নিক ব্যবহারে চুলের গোড়ায় নানা জিনিস জমতে থাকে। রিঠা ব্যবহারে সেগুলি দূর হয়। কোঁকড়া, ঢেউখেলানো বা স্ট্রেট-সব রকম চুলেই রিঠা ব্যবহার করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Reetha: চুল অকালে পাকবে না, পড়বেও না! শুধু শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ফল ভেজানো জল