Recurring Deposit : সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে বেশি সুদ পেতে সঞ্চয় করুন এই ভাবে . . .
Last Updated:
advertisement
1/6

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আমরা একটু আধটু টাকা সবাই রাখি ৷ তবে টাকা গচ্ছিত রাখার আগে কি ভেবে দেখি ? ঠিক কোন খাতে টাকা রাখা যেতে পারে বা সঞ্চয় করা যেতে পারে ৷ যদি ধারণা না থাকে একবার ধারণা করে নিতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সর্বাধিক ৪ শতাংশ হারে সুদ পেতে পারেন ৷ তাই একটু চিন্তা ভাবনা করে দেখুন অন্য কিছুর ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
আপনার যদি বিশে, কোনও ধারণা না থাকে কোথায় টাকা রাখবেন ? কীভাবে বিনিয়োগ করবেন ? তাঁদের জন্যই দেওয়া হল এক সহজ ও সরল সঞ্চয়ের ধারণা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
১ বছর অথাবা ২ বছর কিংবা ৩ বছরের জন্য রেকারিং ডিপোজিট করতে পারবেন ৷ মাসে নিজের সাধ্য মত টাকা ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে রাখুন ৷ প্রায় ৬-৬.৫ শতাংশ বারিষেক সুদ পেতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
বাড়িতে যদি ৬০ বছর বা তার থেকে বেশি বয়সী কেউ থাকেন তাহলে তাঁর নামেই রেকারিং ডিপোজিট করতে পারেন কেননা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে .৫ শতাংশ বেশি সুদ পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
নির্দিষ্ট পরিমাণ টাকা বছরের শেষে পেলে অনেক আটকে থাকা কাজই করা সম্ভব হয় ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Recurring Deposit : সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে বেশি সুদ পেতে সঞ্চয় করুন এই ভাবে . . .