Marital Abuse|| স্বামী-স্ত্রীর মধ্যে আচমকাই 'এই' লক্ষণ চোখে পড়ছে? তাহলে সাবধান হন আজই...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Marital Abuse: স্বামী-স্ত্রীর মধ্যে আচমকাই 'এই' লক্ষণ চোখে পড়ছে? বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য। যা পরবর্তীতে দাম্পত্য কলহে পরিণত হয়। কী করবেন তবে?
advertisement
1/5

*প্রতিটি মানুষই আশা করেন বিয়ের পর প্রিয়জনকে নিয়ে সুখে দিন কাটাবেন তাঁরা। অনেকের ক্ষেত্রেই সেই স্বপ্ন সত্যি হয়। কিন্তু অনেকেই আছেন যাঁদের ক্ষেত্রে ঘটে সম্পূর্ণ বিপরীত। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য। যা পরবর্তীতে দাম্পত্য কলহে পরিণত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সম্পর্ক ছিন্ন করতে মনস্থির করেন দু'জনেই। কিন্তু কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়? প্রতীকী ছবি।
advertisement
2/5
*মতের অমিল যখন তর্কে পৌঁছয়: অনেক সময় দেখা যায় কোনও বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতের মিল হচ্ছে না। এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। সবক্ষেত্রেই যে দু'জনের মতের মধ্যে মিল হবে এমনটা নয়। সেক্ষেত্রে একজন অপরজনের উপর দোষারোপ করতে শুরু করে। শুরু হয় তর্ক। আর তাতেই সম্পর্ক খারাপের দিকে পৌঁছয়। যিনি তর্ক শুরু করেন তিনি সর্বদা ভাবেন অপর ব্যক্তি তাঁকে অসম্মান করছে। দু'জনের মধ্যে কেউই যা সহ্য করতে চান না। যার ফল হয় মারাত্মক খারাপ। প্রতীকী ছবি।
advertisement
3/5
*ভালোবাসার মানুষের কাছে অপমানজনক কথা শোনা: ভালোবাসার মানুষের কাছ থেকে অপমানজনক কিছু শোনা খুবই কষ্টের। ভালো থাকবেন বলে যে মানুষটিকে বিয়ে করে যখন তার কাছ থেকেই অপমান সহ্য করতে হয় সেটা অন্যজনের কাছে বেদনাদায়ক। এরও পরিণতি হয় খুব খারাপ। সম্পর্কে অবনতি হয়। সব শেষে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/5
*ভালোবাসার সম্পর্কের বাঁধন যখন অত্যন্ত খারাপ হয়: মতের অমিল হতে থাকলে তাতে সম্পর্কের বাঁধন অত্যন্ত খারাপ হয়। এমনকী তা এমন এক পর্যায়ে পৌঁছয় যা কখনই ভালো হওয়ার নয়। তখন একে অপরকে অপমান করার প্রবণতা বেড়ে যায়। যার ফলে সম্পর্ক ছিন্ন হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
5/5
*মদ্যপানের প্রবণতা দেখা দেওয়া: সম্পর্কে ফাটল ধরলেই বিভিন্ন পরিবর্তন দেখা যায় প্রতিটি মানুষের মধ্যে। অনেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পাশাপাশি অনেকের মধ্যে মদ্যপানের প্রবণতা দেখা দেয়। শুধু মদ্যপান নয়, অনেকে ড্রাগের নেশাতেও আসক্ত হয়ে পড়েন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Marital Abuse|| স্বামী-স্ত্রীর মধ্যে আচমকাই 'এই' লক্ষণ চোখে পড়ছে? তাহলে সাবধান হন আজই...