ছেলেদের প্রতি কেন আকর্ষণ হারিয়ে ফেলে মেয়েরা, প্রেমকে সজীব রাখতে জানুন কারণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Relationship : কোন কোন কারণে ছেলেদের উপর থেকে মেয়ের আকর্ষণ হারিয়ে ফেলে, জেনে নিন৷
advertisement
1/6

প্রেমে পড়া সহজ৷ কিন্তু চড়াই উতরাই পেরিয়ে সেই প্রেম বা সম্পর্কের মাধুর্য ধরে রাখা কঠিন৷ বিশেষ করে মনের মানুষের পছন্দের গতিপথ যদি দ্রুত পাল্টাতে থাকে৷ অনেক ক্ষেত্রেই মেয়েদের পছন্দ ঘন ঘন পাল্টাতে থাকে৷ কোন কোন কারণে ছেলেদের উপর থেকে মেয়ের আকর্ষণ হারিয়ে ফেলে, জেনে নিন৷
advertisement
2/6
সময় পাল্টেছে৷ পাল্টেছে মেয়েদের পছন্দ অপছন্দও৷ পছন্দের পুরুষের প্রতি নিবেদিত প্রাণ, বিগলিত মন নাও হতে পারেন মেয়েরা৷ এখনকার মেয়েরা তাঁদের পুরুষসঙ্গীর থেকে শ্রদ্ধা ও সম্ভ্রম আশা করেন৷ সেটা না পেলে কিন্তু আকর্ষণ পাল্টে যাবে বিকর্ষণে৷
advertisement
3/6
কেয়ারিং পুরুষও মেয়েদের একান্ত পছন্দের৷ পুরুষদের তরফে ছোটখাটো যত্নআত্তিও মেয়েদের তরফে সম্পর্কের বাঁধন মজবুত করে৷ তবে যত্নের মধ্যেও ধারাবাহিকতা বজায় রাখুন৷ সম্পর্ক পুরনো হলেই যদি সঙ্গীর কেয়ারিং ভাব চলে গেলে মেয়েরা সেই রসায়ন থেকে আগ্রহ হারাতে পারেন৷
advertisement
4/6
আস্থা যে কোনও সম্পর্কের ভিত্তি৷ এর উপরে দাঁড়িয়ে থাকে সম্পর্কের বাঁধন৷ পুরুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে কোনওভাবেই তার প্রতি হারানো বিশ্বাস বা আস্থা ফিরে পান না মহিলারা৷ তাই তিক্ততা বা কঠিন সত্যের মুখোমুখি হতে হলেও প্রেমিকার সঙ্গে প্রতারণা করবেন না৷
advertisement
5/6
বিশেষ সঙ্গীর কাছে মেয়েরা সব সময় স্পেশাল হয়ে থাকতে চায়৷ তাই প্রেমিকার সঙ্গে বিশেষ স্মরণীয় মুহূর্ত তৈরি করুন৷ ছোটখাটো নানা ঘটনার মধ্যে প্রেমিকাকে ফিল করান যে তিনি আপনার কাছে বিশেষ এক জন৷
advertisement
6/6
এক দু বার প্রতিশ্রুতি রক্ষা করতে নাও পারেন৷ কিন্তু সেটাই যেন অভ্যাস না হয়ে দাঁড়ায়৷ প্রতিশ্রতি বার বার ভঙ্গ করলে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবেন প্রেমিকা৷ তাই কথা দিলে তা রাখতে শিখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ছেলেদের প্রতি কেন আকর্ষণ হারিয়ে ফেলে মেয়েরা, প্রেমকে সজীব রাখতে জানুন কারণ