TRENDING:

Reading Habit: বই পড়তে মন চায় না? মেনে চলুন এই সহজ টিপস,কয়েকদিনেই আপনি 'বই পোকা'

Last Updated:
ধুমাত্র বই পড়ার ইচ্ছে প্রকাশ করলে তো হয় না। একজন পাঠকের ক্ষেত্র বা আগ্রহ যাই হোক না কেন, তার একটি অভ্যাস করা খুব গুরুত্বপূর্ণ। বই পড়া অভ্যাসে পরিণত করার কিছু উপায় আছে
advertisement
1/6
বই পড়তে মন চায় না? মেনে চলুন এই সহজ টিপস,কয়েকদিনেই আপনি 'বই পোকা'
নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি মন ভাল রাখার একটি ভাল অভ্যাস হল বই পড়া। একদিকে এটি যেমন ভাল অভ্যাস তেমনি এর অনেক উপকারিতাও আছে। নিয়মিত বই পড়া মানুষের চিন্তার গভীরতা বাড়ায় এবং বিস্তৃত করে কল্পনার জগৎ।
advertisement
2/6
তবে শুধুমাত্র বই পড়ার ইচ্ছে প্রকাশ করলে তো হয় না। একজন পাঠকের ক্ষেত্র বা আগ্রহ যাই হোক না কেন, তার একটি অভ্যাস করা খুব গুরুত্বপূর্ণ। বই পড়া অভ্যাসে পরিণত করার কিছু উপায় আছে।
advertisement
3/6
শিক্ষক মিলন কান্তি ঘোষ জানান, বই পাড়ার অভ্যাস করতে গেলে প্রথমে দরকার ইচ্ছে ও নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করা। এরপর বই পড়াকে মজাদার এবং উপভোগ্য করে তুলতে হবে। আর এগুলো করতে পারলেই সময় মত রুটিন তৈরি করা দরকার।
advertisement
4/6
কারও কারও ক্ষেত্রে মাসে ২টি করে বছরে ২৪টি বই পড়ার লক্ষ্য হতে পারে। আবার কারো লক্ষ্য হতে পারে ১২টি। তবে, সংখ্যা যাই হোক না কেন, একবার পড়ার লক্ষ্য স্থির হলে তারপর সেটিকে আরও ছোট লক্ষ্যে ভাগ করতে হবে।
advertisement
5/6
আপনি যে বই পড়তে চান তার নাম তালিকায় লিখুন। প্রতি মাসে বা এক বছরে কী কী বই পড়তে চান,তা লিখে রাখুন। প্রতিটি বই শেষে নোট লিখে রাখুন। ছোট ছোট নোটগুলো আপনার মোটিভেশনে কাজ করবে।
advertisement
6/6
একটি পড়ার প্যাটার্ন তৈরি করতে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক পৃষ্ঠা পড়ার লক্ষ্য ঠিক করতে হবে। প্রতিদিন কমপক্ষে ১০-২০ পৃষ্ঠা পড়তে পারেন। আপনার ব্যস্ত সময়সূচী থাকলে লক্ষ্য নির্ধারণ থাকায় প্রক্রিয়াটি আপনাকে পড়ায় মনোনিবেশ করতে সহায়তা করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Reading Habit: বই পড়তে মন চায় না? মেনে চলুন এই সহজ টিপস,কয়েকদিনেই আপনি 'বই পোকা'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল