Raw Jackfruit Benefits: অর্শ, রক্তাল্পতায় কষ্ট পাচ্ছেন? আপনার সমস্যার সমাধান এঁচোড়! জানুন এই সবজির অঢেল উপকারিতা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Raw Jackfruit Benefits: কাঁঠাল যদি হয় গরমের লোভনীয় রসাল ফল, তাহলে এঁচোড় হল মশলাদার জমজমাট সবজি
advertisement
1/9

শীতের বিদায়ে হালকা গরমের ছোঁয়া নিয়ে আসে বসন্ত। এ সময় নানা মরশুমি ফুল তো বটেই, ফল ও আনাজপাতিতে ভরে যায় বাজার। তার মধ্যে অন্যতম এঁচোড়।
advertisement
2/9
বাঙালি রসনায় কাঁঠাল এবং এঁচোড়ের জায়গা স্বতন্ত্র। কাঁঠাল যদি হয় গরমের লোভনীয় রসাল ফল, তাহলে এঁচোড় হল মশলাদার জমজমাট সবজি।
advertisement
3/9
বসন্তে অনেক সময় অরুচিও দেখা দেয়। মুখের স্বাদ ফিরিয়ে আনতেও এঁচোড়ের তুলনা নেই। পাশাপাশি আরও গুণের আধার এই সবজি। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
4/9
এঁচোড়ে আছে ভিটামিন এ৷ দৃষ্টিশক্তি ভাল রাখে এই উপাদান৷ রেটিনার ক্ষতি রোধ করার পাশাপাশি চোখের সার্বিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে৷
advertisement
5/9
এঁচোড়ের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ এর অ্যান্টি অক্সিড্যান্ট দূর করে ক্যানসার ও টিউমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি৷ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রিত হয়ে হৃদযন্ত্রও সুস্থ থাকে৷
advertisement
6/9
হজমশক্তি বাড়িয়ে পেটের স্বাস্থ্য ভাল রাখে এঁচোড়৷ অ্যান্টি অক্সিড্যান্ট বলিরেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে৷
advertisement
7/9
আয়রনের উপস্থিতির কারণে রক্তাল্পতা রোগীদের ডায়েটেও এঁচোড় থাকা দরকার৷
advertisement
8/9
এঁচোড়ের ক্যালসিয়াম মজবুত করে হাড়ের গঠনকে৷ অর্শ ও কোলন ক্যানসারের ঝুঁকিও কমায় এই ফল তথা সব্জি৷
advertisement
9/9
বসন্ত বাতাসে জমিয়ে খান এঁচোড়ের আমিষ বা নিরামিষ পদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raw Jackfruit Benefits: অর্শ, রক্তাল্পতায় কষ্ট পাচ্ছেন? আপনার সমস্যার সমাধান এঁচোড়! জানুন এই সবজির অঢেল উপকারিতা