Raw Chickpeas Benefits: ডায়াবেটিস-কোলেস্টেরল? বয়সের ছাপ পড়ছে? খালি পেটে খান কাঁচা ছোলা! উপকার জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Raw Chickpeas Benefits: কাঁচা ছোলা খালি পেটে যদি রোজ খাওয়া যায় ভাবতেও পারছেন না কী কী উপকার পাবেন! চুল থেকে সুগার সব সমস্যা গায়েব হবে! জানুন খাওয়ার সঠিক নিয়ম
advertisement
1/7

ছোলায় ভিটামিন, ফাইবার, প্রোটিন – তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ খুব কম। তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারি এটি। তবে সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খেলে কী হয় জানেন? photo source collected
advertisement
2/7
ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার। যা হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে। খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রাও কমায় এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। photo source collected
advertisement
3/7
প্রোটিন, ফাইবারে পরিপূর্ণ ছোলা! এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইনডেক্সও কম থাকে। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে বেশি খেতে ইচ্ছে করে না! ওজন কমাতে সাহায্য করে! photo source collected
advertisement
4/7
ঝকঝকে চুল পেতে চাইলে রোজ ভেজানো ছোলা খান। এতে রয়েছে ভিটামিন এ, বি৬, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এই সব উপাদানই চুল ভাল রাখতে সাহায্য করে! ছোলা খেলে চুলে পাক ধরে না! photo source collected
advertisement
5/7
ছোলায় রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ। যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হার্ট সুস্থ থাকে। এছাড়াও ছোলায় আছে অ্যান্টি অক্সিডেন্ট কোলন যা সত্ন ক্যানসার, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি একেবারে কমায়! photo source collected
advertisement
6/7
আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা। photo source collected
advertisement
7/7
বলিরেখা, ফাইন লাইনস কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raw Chickpeas Benefits: ডায়াবেটিস-কোলেস্টেরল? বয়সের ছাপ পড়ছে? খালি পেটে খান কাঁচা ছোলা! উপকার জানুন