Raw Banana Health Benefits: একে কাঁচাকলা, তার আবার তরকারি! উপকারী সবজিটি এই উপায়ে খেলে বিরাট লাভ, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Raw Banana Health Benefits: কাঁচাকলা নাম শুনলেই সকলে প্রথমে তরকারি রান্না করে খাওয়ার কথা ভাবেন। তবে কাঁচাকলাকে আরও অনেক উপায়ে খাওয়া যায়। জানুন
advertisement
1/7

কাঁচাকলা নাম শুনলেই সকলে প্রথমে তরকারি রান্না করে খাওয়ার কথা ভাবেন। তবে কাঁচাকলাকে আরও অনেক উপায়ে খাওয়া যায়।
advertisement
2/7
কাঁচাকলা পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য। পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিনের মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ কাঁচাকলা।
advertisement
3/7
কাঁচাকলা দিয়ে চপ বানালে খুব সুন্দর লাগে খেতে। সস দিয়ে এই চপ পরিবেশন করা যায় সহজে।
advertisement
4/7
আলুর চিপসের মতো কাঁচকলার চিপস বানিয়ে ফেলতে পারেন আপনি। এরজন্য কাঁচকলা পাতলা করে কেটে নিতে হবে।
advertisement
5/7
কাঁচাকলা পাতলা করে কেটে সালাডেও ব্যবহার করতে পারেন আপনি। কাটা শসা, পেঁয়াজের সঙ্গে সিদ্ধ কাঁচাকলার টুকরো মেশাতে হবে এক্ষেত্রে।
advertisement
6/7
কাঁচাকলা ভাজা খেতে খুবই সুন্দর লাগে। ভাতের সঙ্গে আলুভাজার বদলে এই ভাজা খেয়ে দেখতেই পারেন আপনি।
advertisement
7/7
তাহলে আর অপেক্ষা কীসের? বাজার থেকে কিনে আনুন কাঁচাকলা আর মনের মতো তৈরি করুন কাঁচাকলার বিভিন্ন পদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raw Banana Health Benefits: একে কাঁচাকলা, তার আবার তরকারি! উপকারী সবজিটি এই উপায়ে খেলে বিরাট লাভ, জানুন