RathYatra Special Jagannath: রথযাত্রা স্পেশ্যাল শিল্পকর্ম! এক বিশেষ সবজির উপর জগন্নাথ, বলরাম, শুভদ্রা আঁকলেন গৃহবধূ, না দেখলে ভাবতেই পারবেন না
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ভাবা মাত্রই এই কাজে লেগে পড়েন। অল্প কিছু সময়ের মধ্যেই ফেব্রিক ও সাজ সরঞ্জাম দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে বিশেষ ভাবে সারা ফেলেছে ইতিমধ্যেই শিল্পী রিতা দেবী।
advertisement
1/8

মাটি, কাঠ, পাথর ছেড়ে একেবারে আস্ত আলুর উপর জগন্নাথ, বলরাম, শুভদ্রার অবয়ব তৈরি করে তাক লাগাল বালুরঘাটের বাসিন্দা রিতা বসাক। বর্তমানে রিতা দেবী গৃহবধূর পাশাপাশি মেকআপ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করলেও ছোটবেলা থেকে এই ধরনের কাজের প্রতি ঝোক ছিল যথেষ্ট। (সুস্মিতা গোস্বামী )
advertisement
2/8
তাঁর কথায়, আলু দৈনন্দিন জীবনে প্রত্যেকের বাড়িতেই অপরিহার্য এক সবজি। তাই যেমন ভাবনা অমনি কাজ। অবশেষে জগন্নাথ দেব সহ বলরাম শুভদ্রার মুখাবয়ব তৈরির পরিকল্পনা তাঁর মাথায় আসে। ভাবা মাত্রই এই কাজে লেগে পড়েন। অল্প কিছু সময়ের মধ্যেই ফেব্রিক ও সাজ সরঞ্জাম দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে বিশেষ ভাবে সারা ফেলেছে ইতিমধ্যেই শিল্পী রিতা দেবী।
advertisement
3/8
শিল্পী রিতা বসাকের প্রতিভা দেখে উচ্ছসিত পাড়া প্রতিবেশীরাও। তাদের দাবি, সাধারণত পাথর কিংবা কাঠের উপর এমন কাজ দেখেছেন। কিন্তু চন্দ্রমুখী আলুর উপরও যে এত নিপুণভাবে প্রভুকে আঁকা যায়, এই প্রথমবার দেখা গেল।
advertisement
4/8
জানা গেছে, মাঝেমধ্যেই সময় পেলে এ ধরনের কাজ করতে চান রিতা দেবী। এতে আত্মতৃপ্তি আসে। সংসার সামলানোর পাশাপাশি মেকআপের কাজ সামলে তাঁর এই হাতের কাজ। এর আগেও একটি লাউয়ের উপর দুর্গা একেছিলেন রিতা দেবী।
advertisement
5/8
এবছর রথযাত্রা উপলক্ষ্যে মোট তিনটি আলু দিয়ে তিনি জগন্নাথ, বলরাম, শুভদ্রার প্রতিকৃতি তৈরি করেছেন। তার ওপরে লাল, কালো ও সাদা রং দিয়ে মুখের অবয়ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে, আলুর উপর রং করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁকে।
advertisement
6/8
প্রথমে ফেব্রিকের প্রলেপ দিয়ে শুকিয়ে তারপরে রঙ ধরেছে আলুতে। সবশেষে অলংকার ও সাজসজ্জার কাজে পারদর্শিতা দেখিয়েছেন। যেখানে সোনালী জরি ব্যবহার করা হয়েছে। মূর্তিতে জরি ও পুঁথি দিয়ে মুকুট তৈরি করে অবিকল জগন্নাথ সহ বলরাম শুভদ্রার অবয়ব ফুটিয়ে তুলেছেন হস্ত শিল্পী রিতা বসাক।
advertisement
7/8
এবিষয়ে রিতা দেবীর কথায়, "আলু দৈনন্দিন জীবনে প্রত্যেকের বাড়িতেই অপরিহার্য এক সবজি। তাই আলু দিয়ে শিল্পকর্ম তৈরির ভাবনা মাথায় আসে তাঁর। দু থেকে আড়াই ঘণ্টার মধ্যেই কাঠ বা মাটি দিয়ে নয়, আস্ত আলুর উপর ফেব্রিক ও জরি দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছেন তিনি।"
advertisement
8/8
বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পী সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এই কাজে রিতা দেবী নিজেকে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরও বেশি করে করতে চায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
RathYatra Special Jagannath: রথযাত্রা স্পেশ্যাল শিল্পকর্ম! এক বিশেষ সবজির উপর জগন্নাথ, বলরাম, শুভদ্রা আঁকলেন গৃহবধূ, না দেখলে ভাবতেই পারবেন না