Rathyatra Bhog: বহুরূপে সম্মুখে তোমার...রথযাত্রায় জগন্নাথদেবের বিশেষ ৫৬ ভোগ তৃপ্তি করে খেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা
- Reported by:Suman Saha
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rathyatra Bhog: বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে ৫৬ ভোগ বিতরণ করা হলো তার পাশাপাশি তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
advertisement
1/6

জয়নগর মজিলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তিলিপাড়ার নন্দীবাড়ির ১৯৮ বছরের প্রাচীন রথযাত্রা উৎসব চলছে।আগামী শনিবার উল্টোরথ,আর তার আগে এক সপ্তাহ ধরে নন্দীমাসির বাড়ির পক্ষ থেকে ৫৬ ভোগ বিতরণ করা হয়।
advertisement
2/6
এদিন তাদের উদ্যোগে জয়নগর দু'নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের আবাদ ভগবানপুরে প্রচেষ্টা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে জগন্নাথ দেবের ৫৬ ভোগ বিতরণ করা হয় এবং তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
advertisement
3/6
এই বৃদ্ধাশ্রমে কারুর ছেলে থাকতেও নেই আবার কারো কারো ছেলে বৌমা দেখে না তাদেরই ঠাই হয়েছে এই বৃদ্ধাশ্রমে প্রতিদিন কোনভাবে হয়তো দু মুঠো খাবার জোটে কিন্তু তাদের কাছে জগন্নাথ এর ৫৬ ভোগ তাদের কাছে আলাদা পাওনা।
advertisement
4/6
তিলিপাড়ার নন্দী মাসির বাড়ির পক্ষে থেকে প্রতিদিনই ভোগ বিতরণ করছে এলাকায়। প্রচেষ্টা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে ৫৬ ভোগ বিতরণ করা হলো তার পাশাপাশি তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
advertisement
5/6
মানুষের পাশে থেকে কিছু করার তাগিদেই আমাদের এই প্রয়াস। আমরা এই ধরনের আরো কিছু কাজ করতে চাই। এই কাজটি আমরা এদিন করতে পেরে আনন্দিত।
advertisement
6/6
আর জগন্নাথ দেবের ৫৬ ভোগ ও পুজোর আগেই নতুন বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধারা। এই মানুষগুলো তাদের পাশে না থাকলে তারা এই জগন্নাথ দেবে দর্শন তো দূর কথা ৫৬ ভোগ পেত না তাই তারা অত্যন্ত খুশি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rathyatra Bhog: বহুরূপে সম্মুখে তোমার...রথযাত্রায় জগন্নাথদেবের বিশেষ ৫৬ ভোগ তৃপ্তি করে খেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা