TRENDING:

ChatGPT: সেরা রসগোল্লা কোথায় পাব? মুখরোচক ঝালমুড়ির সেরা ঠিকানা কোথায়? ChatGPT -র উত্তর শুনলে অবাক হবেন

Last Updated:
যখন ChatGPT-র কাছে দেশের নানা রকম খাবার কোথায় সবথেকে ভাল পাওয়া যায় এই প্রশ্ন তুলে ধরা হল, দেখা গেল, ChatGPT মোটের ওপরে বিখ্যাত সব জায়গারই নাম করছে।
advertisement
1/7
কলকাতার সেরা রসগোল্লা, ঝালমুড়ি কোথায় পাওয়া যাবে? ChatGPT-কী উত্তর দিল জানুন
স্বাদের ব্যাপার যখন, তখন অন্য কাউকে ভরসা করা একটু হলেও গোলমেলে তো বটেই। এক দোকানের খাবার অমুকের ভাল লাগলেও তুসুকের যে লাগবেই- তার কি কোনও মানে আছে?
advertisement
2/7
মানে যখন নেই, তখন হিসেব বেশ ঘোরালো হয়ে যায়। তার ওপরে যে এসবের সুলুকসন্ধান দিচ্ছে, সে মানুষও নয়, নেহাতই এক চ্যাটবট, হালে বাজার মাতানো ChatGPT।
advertisement
3/7
ChatGPT যা সব কাণ্ড করে বেড়াচ্ছে, তাতে করে সবারই তাক লাগার কথা। এই তো কিছু দিন আগের ঘটনা। সোশ্য়াল মিডিয়ায় এক মহিলা জানিয়েছিলেন যে ChatGPT তাঁর ডেটিং প্রোফাইলের যে বায়ো লিখে দিয়েছে, তা পড়ে তিনি রোবট না মানুষ বোঝা দায়! আবার, ইতিপূর্বে এক সমীক্ষায় দেখা গিয়েছে কলেজের ছেলেরা পরীক্ষায় বেশি ভাল ফল করেছে ChatGPT-র চেয়ে।
advertisement
4/7
তাহলে খাদ্যখানা নিয়ে কি সঠিক তথ্য ChatGPT দিতে পারছে? এখানে একটা ব্যাপার মাথায় না রাখলেই নয়। ChatGPT নিজে থেকে তো আর কিছু শেখে না, পুরোটাই তাকে খাওয়ানো হয় চামচে করে, পোশাকি ভাষায় বললে জিনিসটা নিখাদ প্রোগ্রামিং। যা তথ্য ChatGPT-র কাছে আছে, তার ভিত্তিতেই সে জবাব দেবে। যতই বুদ্ধিমত্তা হোক, আদতে কৃত্রিম বই তো নয়।
advertisement
5/7
ফলে, যখন ChatGPT-র কাছে দেশের নানা রকম খাবার কোথায় সবথেকে ভাল পাওয়া যায় এই প্রশ্ন তুলে ধরা হল, দেখা গেল, ChatGPT মোটের ওপরে বিখ্যাত সব জায়গারই নাম করছে। যে সব দোকান বছরের পর বছর ধরে ক্রেতার মন জুগিয়ে পয়লা নম্বরে, ChatGPT-র কাছেও তারাই সেরা।
advertisement
6/7
রসগোল্লার ব্যাপারে তাই ChatGPT কে সি দাশ ছাড়া আর কাউকেও ভরসা করতে পারেনি। রসগোল্লা যে কলকাতারই, এ ধন্দের অবসান হওয়ায় ChatGPT-ও কলকাতাকেই এগিয়ে রেখেছে এই স্বাদের দরবারে। উঠেও এসেছে তাঁদেরই নাম যাঁদের পূর্বপুরুষের হাতেই রসগোল্লার উৎপত্তি বলে প্রবাদ।
advertisement
7/7
আর ঝালমুড়ি? কাকতালীয় ভাবে এখানে একটা লোকেশন মিলে যাওয়ার ব্যাপার চোখে পড়েছে। এসপ্ল্যানেড মোড়ের শোভা যেমন কে সি দাশের এক মিষ্টির দোকান, তেমনই ঝালমুড়ির ব্যাপারেও ChatGPT ওই তল্লাটকেই বেছে নিয়েছে। নাম করছে জেমস হিকি সরণি, ওরফে ডেকার্স লেনের। দুটোই যখন গায়ে গায়ে, ঘুরে এলে হয় না? মুড়ি গালে ফেলে ঝাল লাগলে রসগোল্লা তো পাওয়াই যাবে হাতের কাছে!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ChatGPT: সেরা রসগোল্লা কোথায় পাব? মুখরোচক ঝালমুড়ির সেরা ঠিকানা কোথায়? ChatGPT -র উত্তর শুনলে অবাক হবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল