Rarest Blood Group Found in India: বিশ্বের সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপ কোনটি? না, আপনি যা ভাবছেন তা নয়! ভারতেই মিলেছে এই নতুন ব্লাড গ্রুপ...জানুন কীভাবে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Rarest Blood Group Found in India: ভারতে প্রথমবার বেঙ্গালুরুর এক মহিলার শরীরে আবিষ্কৃত হয়েছে নতুন ও বিরল ব্লাড গ্রুপ CRIB। ১০ মাসের গবেষণার পর এই ব্লাড গ্রুপকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক গবেষকরা। এটি ভবিষ্যতের রক্ত সঞ্চালন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
advertisement
1/10

সার্জারির সময় বেঙ্গালুরুর এক মহিলার দেহে পাওয়া গেল বিশ্বের অন্যতম বিরল রক্তের গ্রুপ, যার নাম রাখা হয়েছে CRIB। এটি এতটাই অজানা ছিল যে তার সঠিক সনাক্তকরণে প্রায় ১০ মাস সময় লেগেছে।
advertisement
2/10
আমরা জানি, রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে এবং রক্তদানের ক্ষেত্রে মিল থাকা অত্যন্ত জরুরি। কিছু মানুষের রক্তের গ্রুপ এতটাই বিরল হয় যে চিকিৎসকদের প্রচুর পরিশ্রম করতে হয় সঠিক রক্ত খুঁজে পেতে।
advertisement
3/10
কর্ণাটকের বেঙ্গালুরু শহরের এক মহিলা অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসকরা যখন তার রক্তের গ্রুপ নির্ধারণ করতে যান, তারা চমকে ওঠেন। মহিলার আত্মীয়সহ প্রায় ২০ জনের রক্ত পরীক্ষা করা হলেও কোনও মিল খুঁজে পাওয়া যায়নি।
advertisement
4/10
পরবর্তীতে চিকিৎসকরা ওই মহিলার সফল অস্ত্রোপচার করেন এবং রক্ত দেওয়ার প্রয়োজন হয়নি। তবুও মহিলার রক্তের গ্রুপ শনাক্ত করা চিকিৎসকদের জন্য একটি জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
advertisement
5/10
BBC–র প্রতিবেদন অনুযায়ী, ভারতে সম্ভব সবরকম পরীক্ষা চালানো হলেও রক্তের গ্রুপ শনাক্ত করা যায়নি। তখন ওই রক্তের নমুনা পাঠানো হয় যুক্তরাজ্যের International Blood Group Reference Laboratory (IBGRL)–এ, যা ব্রিস্টলে অবস্থিত।
advertisement
6/10
সেখানে প্রায় ১০ মাস ধরে গভীরভাবে রক্তের নমুনা নিয়ে গবেষণা হয়। অবশেষে বিজ্ঞানীরা এই রক্তের গ্রুপকে সম্পূর্ণ নতুন হিসেবে চিহ্নিত করেন এবং এর নাম দেন CRIB — অর্থাৎ Cromer India Bengaluru।
advertisement
7/10
এই নামকরণ করা হয় কারণ এটি Cromer blood group system-এর অন্তর্ভুক্ত এবং প্রথমবার এটি ভারতের বেঙ্গালুরু শহরের এক রোগীর শরীরে পাওয়া যায়।
advertisement
8/10
এই গুরুত্বপূর্ণ আবিষ্কার জুন ২০২৫–এ ইতালির মিলানে আয়োজিত 35তম International Society of Blood Transfusion Conference–এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এটি ভারতের জন্য গর্বের বিষয়, কারণ এটি কেবল চিকিৎসাবিজ্ঞানে ভারতের সক্ষমতাকে তুলে ধরে না, বরং বিশ্বব্যাপী রক্তদান ও রক্ত স্থানান্তরের ব্যবস্থাকেও আরও উন্নত করে তোলে।
advertisement
9/10
দিল্লি AIIMS-এর হেমাটোলজিস্ট ডঃ সমীর রায় বলেছেন, “এই ব্লাড গ্রুপ এতটাই বিরল যে সাধারণ টেস্টে ধরা পড়ে না। ভবিষ্যতে যদি কোনও রোগীর ব্লাড গ্রুপ ম্যাচ না হয়, তাহলে আমরা এখন CRIB-এর অস্তিত্ব চিন্তা করতে পারি।”
advertisement
10/10
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rarest Blood Group Found in India: বিশ্বের সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপ কোনটি? না, আপনি যা ভাবছেন তা নয়! ভারতেই মিলেছে এই নতুন ব্লাড গ্রুপ...জানুন কীভাবে...