Rakshabandhan 2023: কোন রঙের রাখি অশুভ? পরানোর পর কখন হাত থেকে রাখি খোলা যায়? জানুন জ্যোতিষীর মত
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rakshabandhan 2023: প্রতি অনষ্ঠানের মতো এর সঙ্গেও জড়িয়ে আছে পালনীয় কিছু রীতিনীতি। যেগুলির উপর সংসারের শুভাশুভ নির্ভর করে বলেই প্রচলিত বিশ্বাস।
advertisement
1/8

সম্পর্কের বন্ধনের পবিত্রতার প্রতীক রাখিপূর্ণিমা বা রক্ষাবন্ধন অনুষ্ঠান। তবে প্রতি অনষ্ঠানের মতো এর সঙ্গেও জড়িয়ে আছে পালনীয় কিছু রীতিনীতি। যেগুলির উপর সংসারের শুভাশুভ নির্ভর করে বলেই প্রচলিত বিশ্বাস।
advertisement
2/8
রাখি পরানোর আগে এবং অনুষ্ঠানের সময় যেমন কিছু পালনীয় কর্তব্য আছচে, ঠিক তেমনই কিছু রীতিনীতি পালন করতে হয় রাখিপূর্ণিমা পার্বণের পর।
advertisement
3/8
কাশীর জ্যোতির্বিদ চক্রপাণি ভাট বলেন, রাখি কখন হাত থেকে খোলা হবে তার কোনও নির্দিষ্ট রীতি রেওয়াজ নেই। তবে মনে করা হয় পরার পর ২৪ ঘণ্টার মধ্যে হাত থেকে রাখি খুলে ফেলতে হবে।
advertisement
4/8
রাখিপূর্ণমিরা পর এক পক্ষকাল পিতৃপক্ষ শুরু হয়। এই সময়ে হাতে রাখি পরে থাকলে অশুভ শক্তির প্রভাব বাড়ে বলে মনে করা হয়। এক বছর ধরে তো কখনওই রাখি পরে থাকা উচিত নয় বলে মত চক্রপাণি ভাটের।
advertisement
5/8
রাখি পরার ২৪ ঘণ্টা পর সেটি হাত থেকে খুলে ফেলে জলে বিসর্জন দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। খুলে ফেলা রাখি লাগিয়ে দিতে পারেন গাছেও। অথবা রেখে দিতে পারেন কোনও শুদ্ধ স্থানে।
advertisement
6/8
জ্যোতিষী ভাটের মতে, সাধারণ রাখি পরা না গেলেও বিশেষ অর্ডারে তৈরি সোনা বা রুপোর রাখি বছরভর পরা যেতেই পারে। ধাতুর সংস্পর্শে জীবনে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে বলে তাঁর মত।
advertisement
7/8
কালো রঙের রাখি বা কালো সুতোয় গাঁথা রাখি কিনতে নিষেধ করেছেন জ্যোতিষী ভাট। তাঁর মতে এতে সংসারের অশুভ হয়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rakshabandhan 2023: কোন রঙের রাখি অশুভ? পরানোর পর কখন হাত থেকে রাখি খোলা যায়? জানুন জ্যোতিষীর মত