TRENDING:

Raksha Bandhan 2023: দামে কম-মানে ভাল, রাখিতে ভাই-বোনের জন্য কী উপহার কিনবেন? র‌ইল দারুন টিপস

Last Updated:
Raksha Bandhan 2023: এ বার রাখিতে কিছুটা পকেটে টান পড়তে পারে ভাই-বোনদের। কারণ প্রতিবছরের তুলনায় এ বার কিছুটা দাম বেড়েছে সব জিনিসের দামই।
advertisement
1/8
দামে কম-মানে ভাল, রাখিতে ভাই-বোনের জন্য কী উপহার কিনবেন? র‌ইল দারুন টিপস
*বৃহস্পতিবার রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনকে মজবুত করার উৎসব হল রাখি বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই রাখী পূর্ণিমা। ফাইল ছবি। 
advertisement
2/8
*এ দিন বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনার জন্য ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন। পরিবর্তে ভাইরা বোনদের বিভিন্ন ধরনের উপহার দেন। ভাইয়েরাও উপহার পান মনের মতো। ফাইল ছবি। 
advertisement
3/8
*এ বছর রাখিতে বোনকে কী উপহার দেবেন বুঝতে পারছেন না? চিন্তা নেই রাখি বন্ধনে বোন বা দিদিকে সুন্দর সুন্দর কিছু উপহার দিন। ফাইল ছবি। 
advertisement
4/8
*বোন বা দিদিদের দিতে পারেন বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট, এ ছাড়াও ছোট বা বড় ব্যাগ। যা তাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে একটি। ফাইল ছবি। 
advertisement
5/8
*বিভিন্ন ধরনের শো-পিস, ছোট বোনদের জন্য পুতুল, টেডি বিয়ারও তালকায় রাখতে পারেন। রাখিতে বিভিন্ন ধরনের ওয়াল প্রেন্টিং কিংবা বিভিন্ন ডিজাইনের দেওয়াল ঘড়িও দিতে পারেন। ফাইল ছবি। 
advertisement
6/8
*এক ব্যবসায়ী জানান, ভাই-বোনকে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কালেকশন দোকানে দোকানে রয়েছেই। এই পবিত্র দিনে বোনরা চাইলে ভাইদের ভাল কোনও শো-পিস যেমন দিতে পারেন, টেডি বিয়ার, ডিজাইনার কফি মগও দিতে পারেন। ফাইল ছবি। 
advertisement
7/8
advertisement
8/8
*তবে প্রতিবছরের তুলনায় এ বার দাম কিছুটা বেড়েছে জিনিসপত্রের।এক ব্যবসায়ী জানান, ১৫০ টাকার নিচে তেমন কিছুই গিফটের জন্য আর পাওয়া যাচ্ছে না। তাই রাখিতে পকেটে টান পড়তে পারে ভাই কিংবা বোনদের। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raksha Bandhan 2023: দামে কম-মানে ভাল, রাখিতে ভাই-বোনের জন্য কী উপহার কিনবেন? র‌ইল দারুন টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল