Benefits of Rajma: ব্লাড সুগারে জেরবার? কমছে না ওজন? ডায়েটে রাখুন এই দানাশস্য, কাজ হবে ম্যাজিকের মতো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Rajma: এই দানাশস্যের অন্যান্য গুণও অস্বীকার করা যায় না।
advertisement
1/7

ভারতীয় দানাশস্যের মধ্যে অন্যতম রাজমা। উত্তরভারতে অত্যন্ত জনপ্রিয় এই খাবার ভাত ও রুটির সঙ্গে খাওয়া হয়। রাজমা চাওল এবং রাজমা রোটি খেতে অভ্যস্ত উত্তরভারতীয় খাদ্যরসিকরা।
advertisement
2/7
যদি ওজন কমাতে চান, তাহলে রাজমা আপনার জন্য আদর্শ খাবার হতে পারে। সঠিকভাবে রান্না করে খেলে রাজমা অত্যন্ত উপকারী। এই দানাশস্যের অন্যান্য গুণও অস্বীকার করা যায় না। বলছেন পুষ্টিবিদ কবিতা দেবগণ।
advertisement
3/7
উদ্ভিজ্জ প্রোটিনের সেরা ভাণ্ডার রাজমা। যাঁরা ডায়েটিং করছেন, তাঁরা প্রোটিনের ভারসাম্য বজায় রাখতে ভরসা রাখুন রাজমায়। রাজমা খেলে দীর্ঘ ক্ষণ পেট পরিপূর্ণ থাকে। তাই ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় থাকে।
advertisement
4/7
প্রতি ১০০ গ্রাম রাজমা থেকে ১৫.২ গ্রাম ডায়েটরি ফাইবার পাওয়া যেতে পারে। বেশিমাত্রায় ফাইবার থাকার ফলে পেটের স্বাস্থ্য ভাল থাকে রাজমা খেলে। তাই ওজন কমাতে চাইলে সঙ্গী করুন রাজমাকে।
advertisement
5/7
রাজমায় গ্লাইসেমিক ইনডেক্স কম। তাছাড়া ফাইবার ও প্রোটিন কনটেন্ট অনেক বেশি। রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়তে দেয় না এই শস্য। তাই বাড়তি ওজন ঝরিয়ে ফেলার পাশাপাশি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে রাজমা খেতে ভুলবেন না।
advertisement
6/7
মিনারেল ও অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর রাজমা হৃদযন্ত্রের সুস্থতার জন্যেও দরকার। তবে রাজমা দিয়ে শুধুই ভাত বা রুটি নয়। ডায়েটে এই শস্য যোগ করুন অন্যভাবেও। স্যালাডে দিন রাজমা। তৈরি করুন স্ন্যাক্স।
advertisement
7/7
কোনও খাবারের পুর হিসেবে দিতে পারেন রাজমা। যোগ করতে পারেন স্যুপেও। চেনা স্বাদে আনুন নতুন ছোঁয়া। তবে উপকারিতা বজায় রেখেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Rajma: ব্লাড সুগারে জেরবার? কমছে না ওজন? ডায়েটে রাখুন এই দানাশস্য, কাজ হবে ম্যাজিকের মতো