Monsoon Hack: বর্ষায় নিজেকে বাঁচিয়ে চলার সহজ ৫টি উপায়, বাড়ি থেকে বেরনোর সময় সতর্ক থাকুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বর্ষা বলেই তো কাজ থেমে থাকে না। তবে বাড়ি থেকে কোথাও যাওয়ার লক্ষ্যে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে তা মহাবিপদের। সেজন্য ভরা বর্ষার সময় কিছু নিয়ম মেনে চলা দরকার।
advertisement
1/6

বর্ষা মানেই বাদল দিনের কথা। এসময় প্রায়ই ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক বিষয়। তবে বর্ষা একদিকে প্রশান্তি দিলেও অনেক সময় নানা সমস্যার মুখোমুখিও হতে হয়।
advertisement
2/6
বর্ষা বলেই তো কাজ থেমে থাকে না। তবে বাড়ি থেকে কোথাও যাওয়ার লক্ষ্যে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে তা মহাবিপদের। সেজন্য ভরা বর্ষার সময় কিছু নিয়ম মেনে চলা দরকার।
advertisement
3/6
বর্ষার সময় আকাশ পরিষ্কার ও ঝলমলে থাকলেও ছাতা বা রেইনকোট ভুলবেন না। হঠাৎই আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পারে। বাদলা দিনে এই ভুল করতে না চাইলে ব্যাগে রাখুন ছাতা আর রেইনকোট।
advertisement
4/6
পকেটে বা ব্যাগে পলিব্যাগ রাখুন। এটি বৃষ্টি ভেজা সময়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের সুরক্ষা দেবে। ভেজাকাপড়টি প্রয়োজনে পলিব্যাগে রেখে দেওয়া যাবে। এছাড়া মোবাইল, হেডফোনসহ বিভিন্ন গ্যাজেট রাখুন।
advertisement
5/6
বাদলার দিনে আপনার ব্যাগে রুমাল, ছোট্ট একটি তোয়ালে আর এক বক্স টিস্যু রাখতেই পারেন। গন্তব্যে পৌঁছে ভালভাবে ভেজা মাথা ও শরীর মুছে নিতে এই জিনিস দুটো আপনার অনেক উপকারে আসবে।
advertisement
6/6
ভেজা বর্ষায় সু ব্যবহারে সতর্ক হতে হবে। পিছলে যায় এমন স্যান্ডেল বা সু ব্যবহার করা যাবে না। শিশুদের জন্য রাবারের সু খুবই মানানসই। তাদের বিভিন্ন রঙের রেইন সু কিনে দেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Hack: বর্ষায় নিজেকে বাঁচিয়ে চলার সহজ ৫টি উপায়, বাড়ি থেকে বেরনোর সময় সতর্ক থাকুন