TRENDING:

Rain Water Side Effects: বৃষ্টির জলে ত্বক ও চুলের দফারফা? নাকি কমবে ঘামাচি-সহ একাধিক সমস্যা? জানুন বৃষ্টিতে ভিজলে কী করবেন

Last Updated:
Rain Water Side Effects: বৃষ্টির জল গায়ের ত্বক বা চুলে পড়া কতটা ক্ষতিকর? নাকি আদৌ ক্ষতি না করে উপকারই করে? সে বিষয়ে বলেছেন ডক্টর বৃষ্টি পড়লেই আমাদের কেউ কেউ যে কোনও উপায়ে ভিজতে শুরু করি। সাধারণত কিশোরীসুলভ চাপল্যেই এই প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় ইচ্ছে না থাকলেও বৃষ্টির জল গায়ে পড়ে। ভিজতে হয়।
advertisement
1/8
বৃষ্টির জলে শরীরের দফারফা? নাকি কমে ঘামাচি, ব্রণ? জানুন ভিজলে কী করবেন
বৃষ্টি পড়লেই আমাদের কেউ কেউ যে কোনও উপায়ে ভিজতে শুরু করি। সাধারণত কিশোরীসুলভ চাপল্যেই এই প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় ইচ্ছে না থাকলেও বৃষ্টির জল গায়ে পড়ে। ভিজতে হয়।
advertisement
2/8
কিন্তু বৃষ্টির জল গায়ের ত্বক বা চুলে পড়া কতটা ক্ষতিকর? নাকি আদৌ ক্ষতি না করে উপকারই করে? সে বিষয়ে বলেছেন ডক্টর বি এল জাঙ্গিড়।
advertisement
3/8
স্পর্শকাতর ত্বক হলে বর্ষাকালে বিশেষ সতর্ক থাকুন। বৃষ্টির জলে থাকা অ্যাসিডের জেরে ক্ষতি হয় ত্বকের।
advertisement
4/8
প্রচলিত পুরনো বিশ্বাস হল মরশুমের প্রথম বৃষ্টির জলে ভিজলে দূর হয় খুসকি, ঘামাচি এবং ব্রণ। কিন্তু কথা হল, বৃষ্টির জলে যে দূষিত পদার্থ মিশে থাকে তাতে এই সমস্যাগুলি কমার বদলে বাড়বে।
advertisement
5/8
বৃষ্টির জল অনেক সময় ত্বকে সংক্রমণের কারণ হতে পারে। চুল রুক্ষ হয়ে ওঠে। বৃষ্টির জলের বেশি পিএইচ ব্যালান্স বা আম্লিক ও ক্ষারকীয় ভারসাম্য নষ্ট করে চুলের কিউটিকলস।
advertisement
6/8
চুলে উকুন থাকলে বৃষ্টির জলে তাদের বংশবৃদ্ধি হয়। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই উকুনের দ্রুত বৃদ্ধি ঘটে।
advertisement
7/8
বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব ঈষদুষ্ণ জলে স্নান করে নিতে হবে। মত ডাক্তারের। মাইল্ড ফেসওয়াশে ধুতে হবে মুখ। চুলে শ্যাম্পু ও কন্ডিশনিং করতেও ভুলবেন না।
advertisement
8/8
সংক্রমণ এড়াতে বৃষ্টিতে ভেজার পর শুকনো করে মাথা এবং গা হাত পা মুছে ফেলুন। তার পর শুকনো, পরিষ্কার পোশাক পরুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rain Water Side Effects: বৃষ্টির জলে ত্বক ও চুলের দফারফা? নাকি কমবে ঘামাচি-সহ একাধিক সমস্যা? জানুন বৃষ্টিতে ভিজলে কী করবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল