Rabindranath Tagore: 'অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁয়ে'...কৃষ্ণনগরের সঙ্গে রবি ঠাকুরের অঙ্গাঙ্গি সম্পর্ক
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
অঞ্জনা নদীতীরে চন্দনী গাঁয়ে পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে -বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নদিয়ার অঞ্জনা নদীর তীরে বসেই এই কবিতাটি লিখেছিলেন
advertisement
1/6

অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁয়েপোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে -বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নদিয়ার অঞ্জনা নদীর তীরে বসেই এই কবিতাটি লিখেছিলেন, সেই স্মৃতি তুলে ধরতেই প্রতিবছর পালন করা হয় অঞ্জনা নদীর পাড়ে রবীন্দ্র জয়ন্তী।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অঞ্জনা নদীর তীরে বসে এই কবিতাটি রচনা করেন । এরপর কালের নিয়মে বয়ে গিয়েছে শতাধিক ফাল্গুন মাস। বাঙালি অঞ্জনা নদীর পাড়ের এই রবীন্দ্রস্মৃতি প্রায় ভুলে গিয়েছে।
advertisement
3/6
অঞ্জনা নদীর দূষণ এবং নদীর বাঁধ নিয়ে একাধিক কর্মসূচি করা হলেও সেই নদীর মাহাত্ম্য যে কতখানি এতদিন পর্যন্ত অনেকের কাছেই তা ছিল অজানা। আর সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি অঞ্জনা নদীর তীরে স্থাপন করা হয়েছে।
advertisement
4/6
কৃষ্ণনগর ঐক্যতান, জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা বাঁচাও কমিটি-সহ একাধিক পরিবেশপ্রেমী দল মিলে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করে থাকেন প্রতিবছর।
advertisement
5/6
স্বাভাবিকভাবেই কৃষ্ণনগরের ইতিহাস ও ঐতিহ্যকে পুনরায় কৃষ্ণনগরবাসীর সামনে নিয়ে আসার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা।
advertisement
6/6
রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই অঞ্জনা নদীকে বাঁচাতে মরিয়া সকলে। সেই কারণে প্রতিবছর পঁচিশে বৈশাখ নদীর পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ একাধিক কর্মসূচি পালন করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rabindranath Tagore: 'অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁয়ে'...কৃষ্ণনগরের সঙ্গে রবি ঠাকুরের অঙ্গাঙ্গি সম্পর্ক