নবদ্বীপ রাস উৎসব ২০২৫: রাণি গৌরাঙ্গিনী মায়ের পুজো, মহাপ্রসাদ বিতরণ থেকে সন্ধ্যাআরতি—এক নজরে পুরো নির্ঘণ্ট
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Raas Purnima 2025: ৫ ও ৬ নভেম্বর ২০২৫ নবদ্বীপে অনুষ্ঠিত হবে রাণি গৌরাঙ্গিনী মায়ের পুজো ও রাস উৎসব। জেনে নিন পুজো, আরতি, পুষ্পাঞ্জলি, বলিদান, মহাপ্রসাদ এবং নিরঞ্জন শোভাযাত্রার সম্পূর্ণ সময়সূচি ও ঐতিহ্য
advertisement
1/6

জেনে নিন আসন্ন রাস উৎসব উপলক্ষে নবদ্বীপের রাণি গৌরাঙ্গিনী মায়ের পুজোর সময় ও নির্ঘণ্ট। ১৯ কার্তিক ইংরেজি ৫ নভেম্বর ২০২৫ বুধবার মায়ের পুজো ও আরাধনা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
পুজো আরম্ভ সকাল ৮ টায়। পুজোর আরতি শুরু সকাল ১১:০০ টায়। পুষ্পাঞ্জলি বেলা বারোটায়। বলিদান বেলা ১২:৩০ মিনিটে। মায়ের ভোগ ও আরতি বেলা একটার সময়। হোম সমাপন শুরু দুপুর দুটোয়। মায়ের সন্ধ্যা আরতি ৬:৩০ মিনিটের পর।
advertisement
3/6
এছাড়াও মহাপ্রসাদ বিতরণের সময় দুপুর তিনটে থেকে। এবং ২০ কার্তিক ইংরেজি ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বেলা একটায় মায়ের শোভাযাত্রা ও নিরঞ্জন হবে বেহারাদের কাঁধে করে।
advertisement
4/6
নবদ্বীপের শাক্তরাস উৎসবে গৌরাঙ্গিনী মাতার আরাধনা হয়ে আসছে। পুজো শেষে আড়ং এর দিন ঐতিহ্য মেনে ১০৮ জন বেয়ারার কাঁধে চেপে নবদ্বীপ ধামের রাজপথ পরিভ্রমণ করে দেবীপ্রতিমা পৌঁছায় নিরঞ্জনের জন্য। হাজার হাজার লোক দেবী প্রতিমার পিছু নিয়ে দেবীকে অনুসরণ করেন।
advertisement
5/6
পৌরাণিক মতে, বাংলার আরাধ্যা মহিষাসুরমর্দিনী দেবী গৌরাঙ্গিনী রূপে সমগ্র জগৎবাসী ও দেবকূলকে অভয় প্রদান করেন। স্বয়ং, দেবতারা এই রূপে তার আরাধনা করেছিলেন। দেবী এখানে এই অনন্ত বৈষ্ণবী শক্তির আধারভুতা।
advertisement
6/6
গৌরাঙ্গিনী দেবী প্রবল পরাক্রমশালী। তিনি এই জগৎকে ধারণ করে আছেন। তার বাহন জোড়া সিংহ অনন্ত বীরত্বের প্রতীক। দেবীর সাথে উপস্থিত সরস্বতী ও লক্ষ্মী এবং দেবী স্বয়ং সত্ত্ব-রজ-তম গুণের প্রতীক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নবদ্বীপ রাস উৎসব ২০২৫: রাণি গৌরাঙ্গিনী মায়ের পুজো, মহাপ্রসাদ বিতরণ থেকে সন্ধ্যাআরতি—এক নজরে পুরো নির্ঘণ্ট