স্বামীকে সুখী করতে চাইলে স্ত্রীকে করতে হবে কোন ৩ কাজ? 'চাণক্য নীতি' মতে দাম্পত্যের মূল মন্ত্র জেনে নিন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Chanakya Niti: আচার্য চাণক্য তাঁর চাণক্য নীতির মাধ্যমে মানুষের জীবনের সঠিক পথ দেখিয়েছেন। তিনি ধন, সাফল্য, বন্ধুত্ব, শত্রুতা ও দাম্পত্য জীবন নিয়ে মূল্যবান উপদেশ দিয়েছেন। কী ভাবে সংসার সুখের হয়, সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দিয়েছেন।
advertisement
1/9

আচার্য চাণক্য তাঁর চাণক্য নীতিতে একজন স্ত্রীর গুণাবলির ব্যাখ্যা করেছেন। যেসব নারীর মধ্যে বিনয়, ধর্ম মেনে চলা এবং সঞ্চয়ের অভ্যাস রয়েছে, তারা স্বামীর জন্য সৌভাগ্যবাহী।
advertisement
2/9
আচার্য চাণক্য তাঁর চাণক্য নীতির মাধ্যমে মানুষের জীবনের সঠিক পথ দেখিয়েছেন। তিনি ধন, সাফল্য, বন্ধুত্ব, শত্রুতা ও দাম্পত্য জীবন নিয়ে মূল্যবান উপদেশ দিয়েছেন। কীভাবে একজন ভালো স্ত্রী হওয়া উচিত এবং কী ভাবে সংসার সুখের হয়, সে বিষয়েও তিনি দিক নির্দেশনা দিয়েছেন।
advertisement
3/9
চাণক্যের মতে, একজন নারীর মধ্যে নির্দিষ্ট কিছু গুণ থাকলে তা স্বামীর জন্য সৌভাগ্য বয়ে আনে। এমন স্ত্রীর স্বামী সর্বদা সুখী থাকেন। আচার্য চাণক্যের মতে, সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে নারীদের তিনটি বিশেষ গুণ থাকা অত্যন্ত জরুরি।
advertisement
4/9
বিনয় – একজন নারীর বিনয়ী ও সদয় হওয়া উচিত। এমন স্বভাবের নারী পরিবারকে ঐক্যবদ্ধ রাখেন। তিনি পরিবারের মঙ্গল ও কল্যাণের কথাই সবসময় ভাবেন।
advertisement
5/9
চাণক্যের মতে, একজন স্ত্রী যদি ধর্ম ও সংস্কার মেনে চলেন, তবে তিনি সবসময় সৎকর্ম করেন। তিনি তাঁর সন্তানদের সঠিক শিক্ষা দেন এবং পরিবারের প্রজন্ম পরম্পরায় ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করেন। এমন নারী সংসারকে সমৃদ্ধ করেন।
advertisement
6/9
চাণক্যের মতে, একজন স্ত্রীর অবশ্যই সঞ্চয়ের অভ্যাস থাকা উচিত। যাঁর স্ত্রী অর্থ সঞ্চয় করতে জানেন, সেই ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন।
advertisement
7/9
এই তিনটি গুণ সম্পন্ন নারী পরিবারের জন্য এক মহাশক্তি স্বরূপ। তাঁর স্বামী সর্বদা সুখী থাকেন। এমন স্ত্রী পরিবারকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, সন্তানদের ভালো মূল্যবোধ শেখান এবং ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত রাখেন।
advertisement
8/9
চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী, স্ত্রী সংসারের স্থিতিশীলতার মূল ভিত্তি। যাঁর মধ্যে ভালো গুণাবলি থাকে, তিনি সংসারে সৌভাগ্য, শান্তি ও আনন্দ বয়ে আনেন।
advertisement
9/9
আচার্য চাণক্য তাঁর চাণক্য নীতিতে এভাবেই একজন স্ত্রীর গুণাবলির ব্যাখ্যা করেছেন। যেসব নারীর মধ্যে বিনয়, ধর্ম মেনে চলা এবং সঞ্চয়ের অভ্যাস রয়েছে, তাঁরা স্বামীর জন্য সৌভাগ্যবাহী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্বামীকে সুখী করতে চাইলে স্ত্রীকে করতে হবে কোন ৩ কাজ? 'চাণক্য নীতি' মতে দাম্পত্যের মূল মন্ত্র জেনে নিন!