Hibiscus Gardening Tips: ১ টাকাও খরচ হবে না, বর্ষায় এটিই 'ধন্বন্তরি'! এক চিমটি দিলেই লাল লাল ফুলে ভরবে গাছ, পোকামাকড় ঘেঁষবে না ধারেকাছে, গ্যারান্টি...!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hibiscus Gardening Tips: বেশিরভাগ বাড়িতেই জবা ফুলের গাছ দেখা যায়। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে পুজো সব কিছুতেই এর বিশেষ গুরুত্ব রয়েছে। জবা গাছ বর্ষা মাসে প্রচুর ফুল দেয়। কিন্তু আপনার জবা গাছে যদি এই বর্ষাতেও ফুল না আসে, তবে কৃষি বিজ্ঞানীদের এই পরামর্শগুলি নিতে পারেন।
advertisement
1/7

বাগানকে সবুজ ও সতেজ রাখতে কে না চায়৷ গাছের দ্রুত বৃদ্ধির জন্য অনেকেই বাজার থেকে দামি সার কিনে থাকেন। কেউ আবার বাড়িতে জৈব সার তৈরি করে গাছপালা সুস্থ ও সতেজ রাখার চেষ্টা করেন৷
advertisement
2/7
আপনি কি জানেন যে আপনার বাড়িতেই উদ্ভিদের বৃদ্ধির সিক্রেট লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ঘরে থাকা কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে ফুলে ফুলে বাগান ভরিয়ে দিতে পারেন।
advertisement
3/7
বেশিরভাগ বাড়িতেই জবা ফুলের গাছ দেখা যায়। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে পুজো সব কিছুতেই এর বিশেষ গুরুত্ব রয়েছে। জবা গাছ বর্ষা মাসে প্রচুর ফুল দেয়। কিন্তু আপনার জবা গাছে যদি এই বর্ষাতেও ফুল না আসে, তবে কৃষি বিজ্ঞানীদের এই পরামর্শগুলি নিতে পারেন।
advertisement
4/7
কৃষি বিজ্ঞানী ডা. আর কে সিং বলেন, অনেক সময় মানুষ তাদের বাগানে এমন জায়গায় জবা ফুল লাগায়, যেখানে উৎপাদন ক্ষমতা খুবই কম। এমন জায়গায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে প্রাকৃতিক সারের মাধ্যমেও এসব দূর করা যায়।
advertisement
5/7
তিনি আরও বলেন, কলার খোসা প্রাকৃতিক বৃদ্ধি এবং জবা ফুলের জন্য ব্যবহার করা যেতে পারে। এর জন্য কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে সারারাত জলে রেখে দিন। তারপর কলার খোসার জল গাছের গোড়ায় দিয়ে দিন। এটি পটাসিয়ামের একটি চমৎকার উৎস। এর ফলে প্রাকৃতিক বৃদ্ধির পাশাপাশি গাছে ফুলও আসবে।
advertisement
6/7
কৃষি বিজ্ঞানীরা বলেন, যে এর পাশাপাশি পেঁয়াজের খোসা এবং চা পাতা ব্যবহার করেও দারুণ উপকার পাওয়া যায়। এর জন্য ঘরে তৈরি চা-পাতা ও পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে জলে ফুটিয়ে দিন এবং সকালে গাছের গোড়ায় দিয়ে দিন। এই তরল সারের অনেক গুণ রয়েছে।
advertisement
7/7
এছাড়াও তিনি আরও বলেন, জবা গাছের গোড়ায় কাঠের গুড়ো দিতে পারেন। এটি এক ধরনের প্রাকৃতিক ছত্রাকনাশক। গাছের গোড়ায় মাসে দু'বার দিলে লাল লাল জবা ফুলে ভরবে গাছ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hibiscus Gardening Tips: ১ টাকাও খরচ হবে না, বর্ষায় এটিই 'ধন্বন্তরি'! এক চিমটি দিলেই লাল লাল ফুলে ভরবে গাছ, পোকামাকড় ঘেঁষবে না ধারেকাছে, গ্যারান্টি...!