Puja Fashion: কম বাজেটে শখপূরণ,পুজোয় চাহিদার তুঙ্গে কাঠ, মাটি বা কাপড়ের গয়না
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Puja Fashion: সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায়
advertisement
1/5

দুর্গাপুজো মানেই নতুন জামা জুতোর গন্ধ, সেই সঙ্গে গয়না! এ'বছর পুজোয় ট্রেন্ডিং হ্যান্ডমেড গয়না।
advertisement
2/5
পুজো মানে জাঁকজমক উৎসবের মেজাজ। পুজো মানেই নতুন সাজ-পোশাকের মোড়কে নিজেকে নতুন সাজে মেলে ধরার উৎসব। দুর্গাপুজো মানে আট থেকে আশির খুশির জোয়ার। মণ্ডপে মণ্ডপে তোড়জোড় শুরু। কেনাকাটা থেকে শরীর চর্চায় ব্যস্ত মানুষ। শুরু হয়েছে হাতে তৈরি গয়না বানানো।
advertisement
3/5
পুজোর প্রায় দেড় - দু'মাস আগে থেকেই বাজারে ভিড় জমাতে শুরু করেছে মানুষ। অফলাইন ও অনলাইনে কেনাকাটার হিড়িক লেগেছে। মাটি, কাঠ, কাপড়-সহ নানা জিনিস দিয়ে বানানো হচ্ছে গয়না।
advertisement
4/5
সোনা-রুপোর গয়নায় হাত ঠেকানো দায়! চাহিদার তুঙ্গে হ্যান্ডমেড গয়না। দাম কম, কাজেই চাহিদার তুঙ্গে এই গয়না।
advertisement
5/5
মাঠি, কাঠ, কাপড় ও রং দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন গয়না। গোটা বছরই বাজারে আসে নতুন সব ডিজাইন। দাম ১৫-২০ টাকা থেকে শুরু। পুজোর আগে চাহিদায় দুর্গা ঠাকুরের বিভিন্ন প্রতীকি মূর্তি, ত্রিশূল এবং পুজোর নানা উপকরণের নকশার গয়না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puja Fashion: কম বাজেটে শখপূরণ,পুজোয় চাহিদার তুঙ্গে কাঠ, মাটি বা কাপড়ের গয়না