Puja-Fashion-2022: এবার পুজোয় সঙ্গী হোক 'হাকোবা'! ড্রেস থেকে শাড়িতে হয়ে উঠুন অনন্য!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Puja-Fashion-2022: পুজোয় একটু অন্যরকম স্টাইল না করলেই নয়। তবে এবার পুরোনো স্টাইলেই হোক নতুনে মেতে ওঠা। হাকোবা কাজের পোশাকে নজর কাড়ুন!
advertisement
1/5

পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। এবারের পুজোয় সঙ্গী হোক হাকোবা স্টাইল। হাকোবা ব্লাউজ, ড্রেস, শাড়ি, কুর্তিতে ভরে থাক জীবন। photo source collected
advertisement
2/5
পুজোয় সাদা রঙের হাকোবা ড্রেসটি আলাদা করে নজর কাড়বে। আপনি হয়ে উঠবেন অনন্য। photo source collected
advertisement
3/5
হাকোবা কিন্তু আজকের স্টাইল নয়। মা ঠাকুমারা এই হাকোবা ব্লাউজ খুব পরতেন। এখন হাকোবা ট্রেন্ড। photo source collected
advertisement
4/5
শাড়িতে হাকোবা কাজ পুরো লুকটাকেই অন্য মাত্রা দেবে। আপনি নজরে আসবেন সকলের। photo source collected
advertisement
5/5
জিন্সের সঙ্গে হাকোবা কুর্তি হতেই পারে সপ্তমীর সন্ধ্যার সাজ। তাই এবার হাকোবাতেই মেতে উঠুন। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puja-Fashion-2022: এবার পুজোয় সঙ্গী হোক 'হাকোবা'! ড্রেস থেকে শাড়িতে হয়ে উঠুন অনন্য!