Interesting Fact: অধিকাংশ পুরুষের পছন্দ নীল রং, নারীদের পাল্লা ভারী সবুজ, গোলাপির দিকে, এর পিছনে আছে বিশেষ কারণ, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Interesting Fact: সার্বিকভাবে দেখা যায় পুরুষরা নীল রং বেশি পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে পাল্লা ভারী সবুজ, গোলাপি রঙের।
advertisement
1/9

রঙের প্রতি বাছবিচার কমবেশি আমাদের সকলেরই আছে। এক একটা রং আলাদা আলাদা বার্তা বহন করে।
advertisement
2/9
মনোবিদরা বলেন কে কোন রং পছন্দ করেন, তার থেকে তাঁর মানসিকতা প্রকাশ পায়।
advertisement
3/9
সার্বিকভাবে দেখা যায় পুরুষরা নীল রং বেশি পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে পাল্লা ভারী সবুজ, গোলাপি রঙের।
advertisement
4/9
এরকম কোনও বিভাজন সব সময় করা যায় না। কোনও রঙের গায়ে সরাসরি পুরুষািল বা মেয়েলি তকমাও দেওয়া অনুচিত।
advertisement
5/9
মনোবিদরা বলেন, পুরুষদের মধ্যে নীল রং পছন্দ করার প্রবণতা বেশি হওয়ার সঙ্গে জড়িয়ে আছে আদিম মানুষের প্রবৃত্তি।
advertisement
6/9
বলা হয়, আদিম মানুষ যখন শিকারে যেত তখন তারা নীল আকাশ দেখলে খুশি হত। কারণ আকাশ পরিষ্কার থাকলে শিকার অভিযান ভাল হবে। আহার্যের সমস্যা মিটবে।
advertisement
7/9
আবার অন্যদিকে আদিম মানবসমাজে নারীরা কাজ করতেন ক্ষেতে। মাঠে সবুজ ফসলের মধ্যে কৃষিকাজ করতে করতে মানসিক দিক থেকে জড়িয়ে পড়েন এই রঙের সঙ্গে।
advertisement
8/9
তবে এর ব্যাতিক্রমও আছে। অনেক মহিলাও নীল রং পছন্দ করেন। আবার পুরুষ হলেই যে সবুজ বা গোলাপি রঙের থেকে সব সময় মুখ ফিরিয়ে থাকেন, সেটাও ঠিক নয়।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interesting Fact: অধিকাংশ পুরুষের পছন্দ নীল রং, নারীদের পাল্লা ভারী সবুজ, গোলাপির দিকে, এর পিছনে আছে বিশেষ কারণ, জেনে নিন