Prostate Cancer: রাতে ঘন ঘন প্রস্রাব 'প্রস্টেট ক্যানসার'-এর লক্ষণ হতে পারে, আর কোন উপসর্গ অবহেলা নয়? পুরুষরা বাঁচতে জেনে রাখুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রস্টেট ক্যানসার সময় মতো চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশর ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ। কাজেই শুরুতেই সচেতন হন। শরীরে কোন কোন উপসর্গ প্রস্টেট ক্যানসারের লক্ষণ?
advertisement
1/7

পুরুষ প্রজননতন্ত্রে একটি ছোট আখরোট-আকৃতির গ্রন্থি হল প্রস্টেট। প্রস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে অন্যতম প্রধান একটি ক্যানসার। সমস্যা হল, প্রথম দিকে এই ক্যানসারের বেশিরভাগ উপসর্গই মানুষ অবহেলা করে। যতক্ষণে সচেতন হন, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
advertisement
2/7
পুরুষেরা পঞ্চাশ পেরিয়ে গেলে ও পরিবারে প্রস্টেট ক্যানসারের ইতিহাস থাকলে বাড়তি সতর্ক হতে হবে।
advertisement
3/7
প্রস্টেট ক্যানসার সময় মতো চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশর ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ। কাজেই শুরুতেই সচেতন হন। শরীরে কোন কোন উপসর্গ প্রস্টেট ক্যানসারের লক্ষণ?
advertisement
4/7
প্রস্রাব ধরে রাখতে না পারা কিংবা ঠিকমতো প্রস্রাব করতে না পারা প্রস্টেট ক্যানসারের অন্যতম উপসর্গ।
advertisement
5/7
বার বার প্রস্রাব পাওয়া, বিশেষ করে রাতের দিকে, প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
6/7
পিঠের নীচের দিক, কোমর, নিতম্ব, কুচকি ও থাইয়ে ব্যথা প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
7/7
মূত্রের সঙ্গে রক্তপাত হওয়াকে বিজ্ঞানের ভাষায় বলে ‘হিমাচুরিয়া’। মূত্রের সঙ্গে রক্তপাত হলে বা মূত্রের রং লাল, গোলাপি কিংবা গাঢ় বাদামি হয়ে গেলে চিকিৎসকের দ্বারস্থ হন।h
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prostate Cancer: রাতে ঘন ঘন প্রস্রাব 'প্রস্টেট ক্যানসার'-এর লক্ষণ হতে পারে, আর কোন উপসর্গ অবহেলা নয়? পুরুষরা বাঁচতে জেনে রাখুন