Prostate Cancer Symptoms: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prostate Cancer Symptoms: চিকিৎসকেরা জানিয়েছেন, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত পুরুষদের ৪৫ শতাংশেরই মৃত্যু হয় সঠিক সময় চিকিৎসা শুরু না করলে। ফলে সময় থাকতে উপসর্গ জেনে সাবধান হতে হবে পুরুষদের।
advertisement
1/10

যত দিন যাচ্ছে, পুরুষদের মধ্যে বাড়ছে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, ফুসফুসের ক্যানসারের পরেই সবচেয়ে বেশি যে ক্যানসারে পুরুষরা আক্রান্ত হন, তা হল প্রস্টেট ক্যানসার। চিকিৎসকদের মতে, বয়স ৫০ পেরোলে এই অসুখের আশঙ্কা বাড়ে।
advertisement
2/10
এই ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়লে ভয় থাকে না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের লক্ষণগুলি চিনতে পারা যায় না। তাই এই ক্যানসারের লক্ষণগুলির ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
advertisement
3/10
প্রস্টেট ক্যানসার বিভিন্ন কারণে হয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবারখাওয়া, শরীরচর্চা না করার অভ্যাস প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
advertisement
4/10
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত পুরুষদের ৪৫ শতাংশেরই মৃত্যু হয় সঠিক সময় চিকিৎসা শুরু না করলে। ফলে সময় থাকতে উপসর্গ জেনে সাবধান হতে হবে পুরুষদের।
advertisement
5/10
প্রোস্টেট গ্রন্থি মূত্রথলির ঠিক নীচে অবস্থিত একটি আখরোট আকৃতির গ্রন্থি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গ্রন্থিটি আকারে বড় হয়ে গেলে এটি প্রস্রাবের সমস্যা ঘটায়। বিশেষ করে প্রস্রাবের প্রবাহ হ্রাস, প্রস্রাব করার জন্য চাপ অনুভূত হয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, ৮ জন পুরুষের মধ্যে প্রায় একজনের প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/10
মহারাষ্ট্রের মাহিমের এসএল রাহেজা হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাঃ আনন্দ উত্তুরে এক সাক্ষাৎকারে জানান, ৬৫ বছর বয়সের পরে প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়, তবে এটি অল্প বয়সিদের মধ্যেও হতে পারে এবং এই বয়সে প্রস্টেট ক্যানসার আরও আক্রমণাত্মক হয়।
advertisement
7/10
এই রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। যা সাধারণত চোখে পড়ে না। এবং নীরবেই বেড়ে যেতে থাকে রোগটি। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে শরীরে। এই লক্ষণগুলো হল প্রস্রাব বা বীর্যের সঙ্গে রক্ত, নিতম্ব, পিঠ, বুক বা অন্যান্য হাড়ে ব্যথা।
advertisement
8/10
এ ছাড়াও পুরুষরা ইরেক্টাইল ডিসফাংশন অনুভব করতে পারেন। যদি প্রোস্টেট গ্রন্থি বড় হয় এবং মলদ্বারে চাপ দেয় তবে কোষ্ঠকাঠিন্যও অনুভব করতে পারেন অনেকে। এই রোগ দেখা গেলে পুরুষদের ওজন হ্রাস এবং খিদে হ্রাস হবে।
advertisement
9/10
৬৫ বছর বয়সের পর পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা জিনগতও হতে পারে। তাই বাড়ির কারও থাকলে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং অল্প লক্ষণ দেখা দেখলেই সাবধান হতে হবে।
advertisement
10/10
প্রস্টেট ক্যানসারে আক্রান্তের সম্ভাবনা যেমন বেশি, তেমনই তা নিরাময়ের জন্যও এসেছে অত্যাধুনিক রেডিয়েশন। সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল কথা। কোনও রকম সন্দেহ হলেই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prostate Cancer Symptoms: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে