TRENDING:

Lipstick Use Tips: রঙিন ঠোঁটে লুকিয়ে ভয়ানক বিপদ! লিপস্টিক দেওয়ার আগে এইগুলো মাখুন

Last Updated:
South Dinajpur News: নারীর সাজের অন্যতম অনুষঙ্গ হচ্ছে লিপস্টিক।ঠোঁটে লিপস্টিক না দিলে যেন সাজ সম্পূর্ণ হয় না।এমনকি ঠোঁটের পাশাপাশি মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় লিপস্টিক।তবে অনেকের ধারণা,লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যায়।
advertisement
1/6
রঙিন ঠোঁটে লুকিয়ে ভয়ানক বিপদ! লিপস্টিক দেওয়ার আগে এইগুলো মাখুন
অতিরিক্ত লিপস্টিক ব্যবহারে র‍্যাশ, চুলকানি, ঠোঁটের রং বদলানোর মতন সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে লিপস্টিক ব্যবহার বন্ধের পাশাপাশি কমদামি লিপস্টিকের পরিবর্তে লিপ বাম ব্যবহার বাঞ্চনীয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে লিপস্টিকে সিসা ছাড়াও কোবাল্ট, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ়, ক্রোমিয়াম, কপার, নিকেলের মতন ধাতুর অস্তিত্ত্ব পাওয়া গিয়েছে। তাই দিনের পর দিন লিপস্টিকের ব্যবহারে ত্বকের বেশ ক্ষতি হয় বলে জানিয়েছেন ত্বক বিশেষজ্ঞরা।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
লিপস্টিক জিভে লাগলে যে মিষ্টি লাগে তার মূল কারণ রঙের সঙ্গে মিশে থাকা স্যাকারিন। কিন্তু স্যাকারিন ধারাবাহিকভাবে অন্ত্রে পৌঁছলে মূত্রাশয়ে ক্যান্সার হতে পারে। তাই সাবধানে ব্যবহার করাই উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
লিপস্টিক লাগানোর আগে অবশ্যই খুব ভাল করে ঠোঁটে ময়েশ্চরাইজার লাগিয়ে নিয়ে তার উপর লিপস্টিকের প্রলেপ দেওয়া উচিৎ। এতে ঠোঁটের ত্বক অনেকটাই ভাল থাকবে, এবং তা ব্যারিয়ার হিসেবে কাজ করবে।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
প্রত্যহ লিপস্টিক ব্যবহার ত্বকের ক্ষতি করে। তবে নামি দামি লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে প্রাইমার ব্যবহার করতে হবে। এই প্রাইমারই লিপস্টিকের ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে ঠোঁটে কালচে ছোপ পড়তে দেবে না। ফলে ঠোঁট থাকবে ভাল।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
ক্রোমিয়াম, ব্রোমাইড এমনকি সিসাও ব্যবহার করা হয় লিপস্টিকে। কমদামি লিপস্টিক প্রস্তুতকারক সংস্থাগুলো চকচকে রং করার জন্য আর্সেনিকও ব্যবহার করে থাকে। তাই সেক্ষেত্রে নামি দামি কোম্পানির পরীক্ষামূলকভাবে তৈরি লিপস্টিক ব্যবহার করা উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lipstick Use Tips: রঙিন ঠোঁটে লুকিয়ে ভয়ানক বিপদ! লিপস্টিক দেওয়ার আগে এইগুলো মাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল