Monsoon Disease: বর্ষায় সংক্রমণের রোগ! সারা গায়ে দাগ, চুলকানি... চিকিৎসকের থেকে জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Monsoon Disease: বর্ষায় আর্দ্রতা বেশি হওয়ার কারণে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এই ব্যাকটেরিয়া ছত্রাক সংক্রমণ ঘটায়। ছত্রাক সংক্রমণ যে কোনও বয়সের মানুষের ক্ষেত্রেই দেখা দিতে পারে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনও অংশ তা হতে পারে।
advertisement
1/8

বর্ষা স্বস্তি নিয়ে আসে ঠিকই, তবে এই মরশুম এলেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। এর মধ্যে অন্যতম হল ত্বকের সমস্যা। আর ত্বকের সমস্যা মানেই চুলকানি। কখনও কখনও চুলকানি এত বেশি হয় যে, ত্বক থেকে রক্তও বার হতে শুরু করে।
advertisement
2/8
বর্ষাকালে ত্বকে এই চুলকানি হয় ছত্রাকের সংক্রমণের কারণে। সেই কারণে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিদিন দেড়শোরও বেশি রোগী উত্তরাখণ্ডের হলদোয়ানির সোওয়ন সিং জিনা বেস হাসপাতালে ভিড় জমাচ্ছেন।
advertisement
3/8
এঁদের মধ্যে প্রায় ৫০ শতাংশ রোগী ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণে ভুগছেন। ছত্রাক সংক্রমণ সবাইকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে প্রতিদিন স্নান করা ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এর পাশাপাশি সুষম পরিমাণে বিশুদ্ধ জল পান করতে এবং মরশুমী ফল ও শাকসবজি খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
4/8
বর্ষায় আর্দ্রতা বেশি হওয়ার কারণে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এই ব্যাকটেরিয়া ছত্রাক সংক্রমণ ঘটায়। ছত্রাক সংক্রমণ যে কোনও বয়সের মানুষের ক্ষেত্রেই দেখা দিতে পারে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনও অংশ তা হতে পারে। তবে সব ধরনের ছত্রাক ত্বক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
advertisement
5/8
ওই হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কিরণ কেসি লোকাল ১৮-কে বলেন, বৃষ্টিতে ভিজে এবং দীর্ঘক্ষণ ভেজা কাপড়ে থাকার কারণে সাধারণত ছত্রাকের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। শরীরের যে কোনও স্থানে এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ হতে পারে।
advertisement
6/8
এমন পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে প্রতিদিন অন্তত ২ বার করে স্নান করা উচিত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জামা-কাপড় পরতে হবে। আর নিজের তোয়ালে এবং সাবান আলাদা করতে হবে।
advertisement
7/8
বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে ঘরে পৌঁছেই স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরা উচিত। আর বৃষ্টির দিনে সব সময় ইস্ত্রি করা কাপড় পরলেই ভাল হয়।
advertisement
8/8
ছত্রাক সংক্রমণের লক্ষণ কী কী? এর জবাবে ওই চিকিৎসক বলেন যে, ছত্রাক সংক্রমণের লক্ষণগুলি হল- ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া, লাল ফুসকুড়ি, ত্বকের খোসা ওঠা, সংক্রামিত স্থানে চুলকানি ও ব্যথা, ত্বকে লালচে ভাব ইত্যাদি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Disease: বর্ষায় সংক্রমণের রোগ! সারা গায়ে দাগ, চুলকানি... চিকিৎসকের থেকে জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন