Bollywood Stars: মায়ের পরামর্শে নিজের ডিম্বাণু সংরক্ষণ করান প্রিয়ঙ্কা, দেখুন আর কোন বলিউড তারকা এই কাজ করেছেন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bollywood Stars: প্রিয়ঙ্কা চোপড়া একা নন। বলিউডের অনেকেই তাঁদের ডিম্বাণু হিমায়িত করে রেখেছেন
advertisement
1/8

প্রিয়ঙ্কা চোপড়া সম্প্রতি জানিয়েছেন তিনি তিরিশ বছরের কোঠায় নিজের ডিম্বাণু হিমায়িত করে রেখেছিলেন। তাঁর মা মধু চোপড়ার পরামর্শে এই সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। মধু পেশায় একজন ওবেস্টেট্রিসিয়ান গাইনোকলজিস্ট।
advertisement
2/8
ডিম্বাণু হিমায়িত করে রাখার পর নিজেকে স্বাধীন মনে হয়েছিল প্রিয়ঙ্কার। কারণ এর পর তিনি নিশ্চিন্তে স্বপ্নের পিছনে এগিয়ে যেতে পেরেছিলেন। তাছাড়া তখনও তিনি এমন কোনও পুরুষকে পাননি যাঁর সন্তান তিনি ধারণ করতে চাইবেন।
advertisement
3/8
প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস গত বছর জানুয়ারিতে কন্যাসন্তানের বাবা মা হন। মেয়ের নাম রাখেন মালতী মারি চোপড়া জোনাস।
advertisement
4/8
মহিলার জীবনপর্বে রিপ্রোডাক্টিভ সময়ে তাঁর ইচ্ছায় শরীর থেকে ডিন্বাণু নিঃসরণ করা হয়। তার পর সেটি হিমায়িত ভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই পদ্ধতিকে oocyte cryopreservation-ও বলা হয়। হিমায়িত ডিম্বাণু থেকে প্রথম সন্তান লাভের খবর মেলে ১৯৮৬ সালে।
advertisement
5/8
প্রিয়ঙ্কা চোপড়া একা নন। বলিউডের অনেকেই তাঁদের ডিম্বাণু হিমায়িত করে রেখেছেন। ২০১৯ সালে সারোগেসিতে মা হন একতা কপূর। পরের বছর তিনি জানান ৩৬ বছর বয়সে তিনি নিজের ডিম্বাণু হিমায়িত করে রেখেছিলেন।
advertisement
6/8
রঙিন এবং একইসঙ্গে বিতর্কিত রাখি সাওয়ন্ত সলমন খানের বিগ বস-এ এসে জানিয়েছিলেন তিনি মা হতে চেয়ে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।
advertisement
7/8
কাজলের বোন তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগিণী তনিশা মুখোপাধ্যায়ও জানিয়েছেন ৩৯ বছর বয়সে তিনি ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। এটা তিনি ৩৩ বছর বয়সেই করতে চেয়েছিলেন। কিন্তু ডাক্তারের কাছ থেকে তখন অনুমতি পাননি।
advertisement
8/8
লাল সিং চডঢার অভিনেত্রী মোনা সিং জানিয়েছেন তিনি ৩৪ বছর বয়সে ডিম্বাণু হিমায়িত করে রেখেছিলেন। পরে ২০১৯ সালে তিনি বিয়ে করেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার শ্যামকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bollywood Stars: মায়ের পরামর্শে নিজের ডিম্বাণু সংরক্ষণ করান প্রিয়ঙ্কা, দেখুন আর কোন বলিউড তারকা এই কাজ করেছেন