Cooking Gas Leak: ভসভস করে সিলিন্ডার থেকে গ্যাস বেরচ্ছে? উড়ে যেতে পারে আপনার গোটা বাড়ি! জাস্ট 'এই' কাজটা সেরে ফেলুন, ১০ সেকেন্ডে আতঙ্ক মুক্ত হবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রান্নার গ্যাস লিক করেই অনেক সময় ঘটে দুর্ঘটনা, তাই সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ
advertisement
1/5

"আমাদের রান্নাঘর আমাদের দায়িত্ব" এই ট্যাগ লাইনকে সামনে রেখেই গ্রাহকদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল বিভিন্ন কোম্পানির যৌথ রান্নার গ্যাস পরিষেবা দেওয়া সংস্থারা। নানা সময় ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা যায় গ্যাস সিলিন্ডার লিক হয়েই ঘটে বিপত্তি। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে বলে উঠে আসে পর্যবেক্ষণে। (Rudra Narayan Roy)
advertisement
2/5
এই ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েই উত্তর ২৪ পরগনা দেগঙ্গার গোসাইপুর কিয়াডাঙ্গা এইচপি রান্নার গ্যাস অফিস তাদের উদ্যোগে এই এলপিজি সেফটি অ্যাওয়ারনেস আনুষ্ঠানের আয়োজন করে। যেখানে সচেতনতার পাশাপাশি একটি রান্নার প্রতিযোগিতারও আয়োজন করা হয়। যেখানে সতর্কতার সঙ্গে নিয়ম মেনে রান্নার গ্যাস ব্যবহারের উপর বেছে নেওয়া হয় সেরা প্রতিযোগীদের।
advertisement
3/5
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সারা ভারত জুড়ে প্রত্যেকটি গ্যাস অফিসের পক্ষ থেকে এই সেফটি অ্যাওয়ারনেস প্রশিক্ষণ চালানো হচ্ছে বলেও জানানো হয়। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে গ্যাস ব্যবহার করতে হবে গ্যাস বন্ধ করার সময় কী করা উচিত এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে সচেতন করা হচ্ছে গ্রাহকদের।
advertisement
4/5
এই দিন রান্নাঘর সুরক্ষিত রাখতে পাঁচটি উপায় তুলে ধরা হয় গ্রাহকদের সচেতন করতে। ডেলিভারির সময় সিলিন্ডার যাচাই করে নেওয়া, সিলিন্ডার থেকে নির্দিষ্ট উচ্চতায় রান্নার পাত্র বসানো, গ্যাস ব্যবহারের পর সব সময় রেগুলেটর বন্ধ করা, গ্যাস লিক এর ক্ষেত্রে সতর্ক ও সচেতন থাকা, ও সর্বশেষ, যথাযথ সুরক্ষা পাইপ ব্যবহার করার উপর জোর দেওয়া হয়।
advertisement
5/5
এদিনের এই সচেতনতা শিবির থেকে সাধারণ মানুষজন অনেকাংশেই উপকৃত হলেন বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকাংশেই কমবে বলে আশাবাদী উপভোক্তা থেকে বিক্রেতারা সকলেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Gas Leak: ভসভস করে সিলিন্ডার থেকে গ্যাস বেরচ্ছে? উড়ে যেতে পারে আপনার গোটা বাড়ি! জাস্ট 'এই' কাজটা সেরে ফেলুন, ১০ সেকেন্ডে আতঙ্ক মুক্ত হবেন