TRENDING:

Pregnancy Tips: উপকারী হলেও প্রেগন্যান্সির সময় এই ফলগুলি একদম খাবেন না!

Last Updated:
কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণও। (Pregnancy Tips)
advertisement
1/6
উপকারী হলেও প্রেগন্যান্সির সময় এই ফলগুলি একদম খাবেন না!
মেয়েদের জীবনের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ সময়। এই সময় ফল, শাক-সব্জি, দুধ ও নানা রকমের স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন সকলে (Pregnancy Tips)। কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণও। (Pregnancy Tips)
advertisement
2/6
ফলে যা-ই স্বাস্থ্যকর, তা-ই প্রেগন্যান্সির সময় স্বাস্থ্যকর না-ও হতে পারে (Pregnancy Tips)। বরং, হিতে বিপরীত হওয়ার মতোও বেশ কিছু খাবার রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফল।
advertisement
3/6
অন্য সময় এই তিন ফল শরীরের নানা উপকারে এলেও, অন্তঃসত্ত্বা থাকাকালীন এগুলি শরীরে জন্য বিষ। ফলে কোনও ভাবেই প্রেগন্যান্সির সময় এই তিন ফল-- আঙুর, আনারস ও পেঁপে থেকে দূরে থাকুন। কিন্তু কেন খাবেন না এই তিন ফল?
advertisement
4/6
আঙুর: এই ফল নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। কোনও কোনও চিকিত্সক বলেন প্রেগন্যান্সিতে আঙুর এড়িয়ে চলা উচিৎ, আবার অনেকে বলেন প্রেগন্যান্সিতে আঙুর খাওয়া যেতে পারে। আঙুর গাছে সহজে পোকা ধরার কারণে প্রচুর পরিমাণ পেস্টিসাইট ব্যবহার করা হয়। যা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর ক্ষতি করে। অন্যদিকে, আঙুরের মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি শিশু এবং উভয়ের জন্যই দারুণ উপকারী। ফলে চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই আঙুর খাবেন না।
advertisement
5/6
পেঁপে: কাঁচা বা আধ পাকা পেঁপের মধ্যে থাকে ল্যাটেক্স। যা জরায়ুর সংকোচন ঘটায়। ফলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। প্যাপেইন উৎসেচক যুক্ত খাবার তৃতীয় বা শেষ ট্রিমেস্টারে এড়িয়ে চলুন। তবে পাকা পেঁপে খেতে পারেন। এর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট প্রেগন্যান্সির সময় অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য রুখতে সাহায্য করে। দুধের সঙ্গে মধু ও পাকা পেঁপে ল্যাকটেশনের জন্য দারুণ টনিক।
advertisement
6/6
আনারস: আনারসের মধ্যে থাকে ব্রোমেলিন যা সার্ভিক্সের সংকোচনে সাহায্য করে। ফলে সময়ের আগেই অনুভূত হয় গর্ভযন্ত্রণা। প্রথম ট্রিমেস্টারে অবশ্যই আনারস থেকে দূরে থাকুন। ডেলিভারির আগে অনেক সময়ই আনারসের রস খান মহিলারা। এতে সার্ভিক্সের সংকোচন সহজে হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pregnancy Tips: উপকারী হলেও প্রেগন্যান্সির সময় এই ফলগুলি একদম খাবেন না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল