Holi 2025: রঙ খেলতে যাওয়ার আগে আর পরে ত্বকের যত্ন নেবেন কোন কোন উপায়ে? রইল চটজলদি কিছু সমাধান
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রঙ মেখে আনন্দ করতে গিয়ে আমরা অনেক সময়েই অবহেলা করে ফেলি ত্বককে।
advertisement
1/8

রঙ খেলা শুরু করার আগে ত্বকে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। প্রয়োজনে একটু পুরু করে লাগাতে হবে মুখে, হাতে। প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে নারকেল তেলও। (প্রতীকী ছবি)
advertisement
2/8
এই সময় রয়েছে প্রখর রোদের তেজ। তারই মাঝে রঙের উৎসব। আর তাতে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে অবশ্যই মেখে নিতে হবে সানস্ক্রিন। (প্রতীকী ছবি)
advertisement
3/8
সানস্ক্রিন দীর্ঘস্থায়ী করতে ওয়াটার রেসিস্টেন্স ফর্মুলা যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা উচিত। হাত, পা, মুখ সহ ত্বকের অন্যান্য অংশে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। এবং তা বাইরে বেরোনোর অন্তত আধ ঘণ্টা আগে মেখে নিতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
4/8
রঙের উৎসবে ছবি তো তুলতেই হবে। তাই অনেকেই সেজেগুজে থাকতে পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত বিপদে মারাত্মক ক্ষতি হতে পারে ত্বকের। রং তুলতে হতে পারে সমস্যাও। (প্রতীকী ছবি)
advertisement
5/8
মেকআপের সঙ্গে মিশে যায় রঙ এবং ঘাম। তার ফলে আটকে যায় ত্বকের গ্রন্থি। তাই ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং লিপ বাম ব্যবহার করতে হবে। প্রয়োজন মনে করলে ব্যবহার করতে পারেন BB ক্রিমও। (প্রতীকী ছবি)
advertisement
6/8
রং তুলতে সালফেট মুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। খেয়াল করতে হবে রঙ তুলতে গিয়ে যেন উঠে না যায় ত্বকের প্রাকৃতিক রঙ। রঙ তুলে ত্বকের আরামের জন্য ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল। (প্রতীকী ছবি)
advertisement
7/8
দোলের আগে থেকেই প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তাতে শরীর থাকবে সতেজ থাকবে। এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে। তাতে উজ্জ্বল থাকবে ত্বকও। (প্রতীকী ছবি)
advertisement
8/8
ত্বকে হাইড্রেশন বজায় রাখতে খেতে পারেন গ্রিন টি, ডাবের জল, ফলের রস। এছাড়াও জলের পরিমাণ বেশি এমন ফল যেমন শসা খাওয়া যেতে পারে। এমনকী ত্বকের আরামের জন্য ব্যবহারও করা যায় শসা। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2025: রঙ খেলতে যাওয়ার আগে আর পরে ত্বকের যত্ন নেবেন কোন কোন উপায়ে? রইল চটজলদি কিছু সমাধান